নয়াদিল্লি: বড় দুর্ঘটনা এড়াল স্পাইসজেটের বিমান (SpiceJet flight)। বড়সড় বিপদের হাত থেকে বাঁচলেন বিমানযাত্রীরাও। বিপত্তি ঘটেছিল ডানা মেলার আগেই। ওড়ার আগের মুহূর্তে রানওয়েতে পিছতে গিয়ে বিমানবন্দরে (Delhi airport) বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে বিমানটি। ধাক্কার অভিঘাতে বিদ্যুতের খুঁটিটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয় বিমানটিরও। এর পর, স্পাইসজেটেরই অন্য বিমানে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওনা দেন যাত্রীরা। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সকালে এই দুর্ঘটনার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport) কর্তৃপক্ষ জানিয়েছে, স্পাইসজেটের এসজি-১৬০ উড়ানটির দিল্লি থেকে কাশ্মীরে যাওয়ার কথা ছিল। ওড়ার আগে পিছতে গেলে বিমানের ডান দিকের ডানাটির সঙ্গে বিদ্যুতের খুঁটির ধাক্কা লাগে। তাতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে, ওই ফ্লাইটে করে আর যাত্রীদের পাঠানো যায়নি। অন্য একটি বিমানে করে তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হয়েছে বলে স্পাইসজেটের তরফে জানানো হয়। এ-ও বলা হয়েছে, যাত্রীদের কারও চোট-আঘাত লাগেনি।

যান্ত্রিক গোলযোগের কারণে পাইলট নিয়ন্ত্রণ রাখতে পারেননি, নাকি পাইলটের ভুলেই এই ঘটনা, তা খতিয়ে দেখতেই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন Karnataka Hijab Row: কর্নাটকের কলেজে আবারও ফেরানো হল হিজাব পরা ছাত্রীকে