Friday, July 4, 2025
HomeCurrent NewsSudip Roy Barman: আগরতলায় বিজেপিকে উড়িয়ে জিতলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন

Sudip Roy Barman: আগরতলায় বিজেপিকে উড়িয়ে জিতলেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন

Follow Us :

আগরতলা:  ক্যারিশমা দেখালেন সুদীপ রায় বর্মন।  বিজেপি ছেড়ে কংগ্রেসের টিকিটে আগরতলা থেকে লড়ে জিতলেন।  জিতলেন ৩১৬৩ ভোটে।  তাঁর ব্যক্তিগত ক্যারিশমা প্রদর্শন বা ত্রিপুরার মাটিতে কংগ্রেসের পুনরুত্থানের ক্ষেত্রে আগরতলা আসনে সুদীপের জয় প্রয়োজনীয় ছিল বলেই মনে করেছিল রাজনৈতিক মহল।  এ দিন ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন সুদীপ।  আজ সুদীপের জয়ের ফলে আগরতলা কেন্দ্র হাতছাড়া হল বিজেপির।

আগরতলা এবং সুদীপ রায়বর্মন যেন একে অপরের পরিপূরক।  ১৯৯৮ সাল থেকে এই আগরতলা থেকেই জিতে আসছেন সুদীপ।  প্রথম চার বার কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন।  ২০১৮-তে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন।  সে বারও জিতেছিলেন সুদীপই।  কিন্তু, আস্তে আস্তে বিজেপির সঙ্গে তাঁর সম্পর্কে ভাটা পড়তে শুরু করে।  প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি ছাড়েন।  যোগ দেন কংগ্রেসে।  এবার উপ নির্বাচনে সেই কংগ্রেসের টিকিটে জিতলেন সুদীপ।

এ দিন জয়ের পর সুদীপ বলেন, আজকের জয় বিজেপির অত্যাচারের বিরুদ্ধে মানুষের জয়।  আজকের জয় বুঝিয়ে দিল বিজেপির দিন শেষ হয়ে এসেছে।  রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা অবশ্য ভোটে জিতেছেন।  কিন্তু, রাজধানী আগরতলা হাতছাড়া হওয়া বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

একটা সময়ে ত্রিপুরায় তৃণমূলের মুখ ছিলেন সুদীপ। পরে বিজেপি-তে যোগ দিয়েছেন। যখন বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলি আওয়াজ তুলছে, সেই সময় দলের বিরুদ্ধে মুখ খুলে অস্বস্তি বাড়ান বিজেপি বিধায়ক সুদীপ।

সুদীপের দাবি, তিনি বরাবরই জনগণের স্বার্থ নিয়ে কাজ করেছেন। জনগণই তাঁকে দিশা দেখিয়েছে। রাজ্যের পরিস্থিতিই তাঁকে বিজেপি-তে আসতে বাধ্য করেছিল বলে এক সময় দাবি করেছিলেন সুদীপ। তাঁর কথায়, “আমার রাজনৈতিক জীবন ঘেঁটে দেবে এটা তো হতে পারে না। আমি সব সময় মানুষের জন্য কাজ করেছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি।”

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39