skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeCurrent NewsUS gun control law: ঐতিহাসিক অস্ত্র আইনে সই বাইডেনের, স্বাধীনতা দিবসের আগেই...

US gun control law: ঐতিহাসিক অস্ত্র আইনে সই বাইডেনের, স্বাধীনতা দিবসের আগেই বিপ্লব আমেরিকায়

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: আমেরিকার স্বাধীনতা দিবসের আগেই ঐতিহাসিক আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কার্যকর হল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসে পাশ হওয়া বিলে শনিবার সই করে একে ঐতিহাসিক সাফল্য বলে বর্ণনা করেন। আমেরিকার একের পর এক শহরে বন্দুকবাজদের নির্বিচারে গুলিচালনায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে কয়েক দশক ধরে। কিন্তু, ক্যান্ডি বা আইসক্রিম কেনার মতো সহজে আগ্নেয়াস্ত্র বিক্রির বাজার খোলা থাকায়, ১৮ বছর বয়সিদেরও পিস্তল-বন্দুক কেনার অধিকার ছিল। এর পিছনে ছিল অস্ত্র কারবারিদের এক বিশাল লবি। কোনও সরকারই দশকের পর দশক ধরে এই আইনে পরিবর্তন আনতে পারেনি। যা করে দেখাল বাইডেন সরকার।

সেনেটে বিল পাশ হওয়ার পর বৃহস্পতিবারই স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়ে দিয়েছিলেন, শুক্রবার এই বিল হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে পেশ করা হবে। মার্কিন কংগ্রেস সদস্যরা আসলে এই বিল তাড়াতাড়ি আইনে পরিণত করতে চাইছেন। কারণ আগামী ৪ জুলাই থেকে কংগ্রেস মুলতুবি হয়ে যাবে।

টেক্সাসের উভালদেতে শিশুদের স্কুলে নৃশংস রক্তবন্যা ও নিউ ইয়র্কের বাফালোতে সুপার মার্কেটে বন্দুকবাজের হামলার পর গোটা দেশ এই আইন কার্যকর করতে এককাট্টা হয়েছিল। বিশেষত শিশুদের হত্যাকাণ্ডের পরই বাইডেন ঘোষণা করেছিলেন, আমি এর শেষ দেখে ছাড়ব।

হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে শুক্রবারই এই বিল হয়। তারপরই তা প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে আসে। বিলে সই করার পর বাইডেন বলেন, এই আইন দেশের বহু মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। আমি দীর্ঘদিন ধরে নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা বন্ধ করতে যা চেয়েছি, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ রয়েছে। প্রেসিডেন্ট যখন আইনে স্বাক্ষর করছিলেন, তখন তাঁর পাশে ছিলেন শিক্ষিকা স্ত্রী, ফার্স্ট লেডি জিল বাইডেন। বাইডেন আরও বলেন, ৩০ বছর লেগে গিয়েছে এই আইন বদল করতে। আমি সারাজীবন ধরে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছি। শেষমেশ আজ পেরেছি।

এদিকে, বিবিসি জানিয়েছে, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন, যারা এতদিন ধরে আমেরিকার অস্ত্র লবি চালিয়ে এসেছে, তারা বলেছে, এই আইন করে হিংসা থামানো যাবে না।

আরও পড়ুন: Rare plant: হিমালয়ে খোঁজ মিলল বিরল প্রজাতির মাংসাশী উদ্ভিদের

বৃহস্পতিবার রাতে সেনেটে ঐতিহাসিক আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাশ হয় আমেরিকায়। কয়েক দশক ধরে আমেরিকার অস্ত্র লবির প্রভাব-প্রতিপত্তি ও প্রশাসনের অন্দরে তাদের ক্ষমতাবলে এই আইন কার্যকর করা যায়নি। কিন্তু, গত কয়েক বছরে একের পর এক বন্দুকবাজের হানায় কয়েকশো শিশু-ছাত্রসহ সাধারণ নাগরিকের মৃত্যু হওয়ায় অস্ত্র আইনে নিয়ন্ত্রণ আনতে জোরাল দাবি উঠছিল। মন্দের ভালো সেনেটে এনিয়ে কোনও বিরোধিতা হয়নি। ফলে, কয়েক দশকের অপেক্ষার পর আমেরিকা মানুষ স্বস্তির শ্বাস ফেলতে চলেছেন। এই বিলে ১৮-২১ বছরের কিশোর ও যুবকদের চুয়িংগাম কেনার মতো সহজে আগ্নেয়াস্ত্র কেনার বিধিতে ব্যাপক রদবদল করা হয়েছে। এই বিল পাশ হওয়ায় সেনেটে ডেমোক্র্যাটদের বিরাট নৈতিক জয় হল। ডেমোক্র্যাটিক পার্টি দীর্ঘদিন ধরে এর জন্য লড়াই চালাচ্ছিল। বিল পাশের মুহূর্তে সেনেট গ্যালারিতে বেশ কয়েকজন সাক্ষী ছিলেন। তাঁরা হলেন, বন্দুকবাজের হামলায় প্রাণরক্ষা পাওয়া, মৃতদের পরিবার এবং এই আইনের সপক্ষে লড়াই করা কিছু সংস্থার সদস্য।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Torsa River Erosion | ফুঁসছে তোর্সা, যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার-ফালাকাটা
00:00
Video thumbnail
Babri Masjid | বদলাচ্ছে পাঠ্যসূচি, বাদ বাবরি মসজিদ, ইতিহাসের রঙ গেরুয়া?
00:00
Video thumbnail
Prosenjit Chatterjee | প্রসেনজিতকে অপদার্থ বললেন অনামিকা সাহা! তারপর কী হলো দেখুন
00:00
Video thumbnail
Abhishek Banerjee | হাসপাতালে ভর্তি অভিষেক, অপারেশন হবে, কী হয়েছে?
00:00
Video thumbnail
water crisis | জলের জন্য হাহাকার,পানীয় জলের দাবি, দেখুন কীভাবে বিক্ষোভ চলছে
00:00
Video thumbnail
Ration Scam | আবার রেশন দুর্নীতি! এবার আটা, দেখুন ভিডিও
00:00
Video thumbnail
TMC | BJP | তৃণমূল সমর্থকের বাড়িতে 'হামলা', 'বোমাবাজি' অভিযোগ বিজেপির বিরুদ্ধে
01:52
Video thumbnail
Top News | কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ
34:56
Video thumbnail
Kashmir | Amit Shah | কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, উচ্চপর্যায়ের বৈঠকে থাকবেন অমিত শাহ
04:56
Video thumbnail
Babri Masjid | বদলাচ্ছে পাঠ্যসূচি, বাদ বাবরি মসজিদ, ইতিহাসের রঙ গেরুয়া?
05:59