skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeCurrent Newsহরিদ্বার ধর্ম সংসদ মামলায় উত্তরাখণ্ডকে সুপ্রিম নোটিস

হরিদ্বার ধর্ম সংসদ মামলায় উত্তরাখণ্ডকে সুপ্রিম নোটিস

Follow Us :

নয়াদিল্লি: হরিদ্বার (Haridwar) ধর্ম সংসদ মামলায় বুধবার উত্তরখণ্ড সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের জন্য কয়েক জন সাধুসন্তের বিরুদ্ধে ফৌজিদারি মামলা দায়েরের আর্জি জানিয়ে দিন কয়েক আগে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই আবেদনের প্রেক্ষিতেই প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। তার পরেই বিষয়টি নিয়ে উত্তরাখণ্ড সরকারকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। তিন সদস্যের সুপ্রিম বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলি।

হরিদ্বারের ধর্ম সংসদ থেকে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য (Haridwar hate speech) করার জন্য শীর্ষ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেন সাংবাদিক কুরবান আলি ও পটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশ। বিষয়টি এদিন শুনানির জন্য উঠলে, হরিদ্বারের ধর্মীয় সভা থেকে ঠিক কী ধরনের ঘৃণ্য, বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে, তা বেঞ্চের বিচারপতিদের পড়ে নিতে অনুরোধ করেন পিটিশনারদের আইনজীবী কপিল সিব্বল। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়াতে চান না বলেই বিচারপতিদের ধর্মসভার ট্রান্সস্ক্রিপ্ট পড়ে নেওয়ার অনুরোধ করেন। সুপ্রিম কোর্টের বেঞ্চ উত্তরাখণ্ড সরকারকে নোটিস পাঠানো হচ্ছে জানালে, বর্ষীয়ান আইনজীবী বলেন, ‘আমি মনে করি কেন্দ্রীয় সরকারকেও এ নিয়ে নোটিস পাঠানোর প্রয়োজন রয়েছে।’

গত বছরের ১৭ ও ১৯ ডিসেম্বর হরিদ্বার ও দিল্লির দু’টি ধর্মীয় সমাবেশ থেকে বিদ্বেষমূলক ভাষণ দেন সাধুসন্তরা। ‘ধর্মীয় গুরু’দের ভাষণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা মহল থেকে আপত্তি ওঠে। সাধুদের বলতে শোনা গিয়েছে, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য হিন্দুদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের গণহত্যার প্ররোচনাও রয়েছে ভাষণে। ভিডিয়ো ক্লিপে একজনকে বলতে শোনা যায়, ‘ আমার ১০০ জন লোক চাই, যারা ওদের ২০ লক্ষ লোককে হত্যা করবে।’ ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে সংখ্যালঘু হত্যার ডাক দেন সাধুরা। অভিযুক্ত সাধুসন্তদের শাস্তির দাবিতে ফৌজদারি মামলার আর্জি জানিয়ে সোমবার মামলাটি দায়ের হয়।

আরও পড়ুন : Haridwar Hate Speeches: হরিদ্বারের ধর্ম সংসদ নিয়ে মামলার শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট

এদিন শুনানির সময় কপিল সিব্বল জানান, এই ঘটনায় শুধু এফআইআর দায়ের করা হয়েছে৷ উত্তরাখণ্ড পুলিস এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। তার প্রেক্ষিতেই এই নোটিস। দেশজুড়ে এই ধরনের আরও কিছু ধর্মীয় সমাবেশ রয়েছে। সেখান থেকেও সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর আশঙ্কায় সুপ্রিম কোর্ট মামলাকারীদের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular