skip to content
Thursday, July 4, 2024

skip to content
Homeদেশদীর্ঘমেয়াদী খেলার লক্ষ্যে ময়দানে নামলেন সুস্মিতা

দীর্ঘমেয়াদী খেলার লক্ষ্যে ময়দানে নামলেন সুস্মিতা

Follow Us :

শিলচর: তৃণমুলে যোগ দিয়ে খেলা শুরু করে দিলেন অসমের রাজনৈতিক নেত্রী সুস্মিতা দেব। বৃহস্পতিবার অসমের শিলচরে গিয়েছিলেন তিনি। সেখানে তৃণমূলের কর্মীদের সঙ্গে দীর্ঘসময় বৈঠক করেন সুস্মিতা। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা এই রাজনৈতিক ব্যক্তিত্ব।

অসমের মাটিতে একাধিকবার নির্বাচনে লড়াই করেছিল তৃণমূল। তবে আহামরি সাফল্য আসেনি। একুশের বিধানসভা নির্বাচনের পরে উত্তর-পূর্ব ভারতের রাজনীতির দিকে নজর দিয়েছে তৃণমূল। আর সেই লক্ষ্যপূরণেই মাস্টার স্ট্রোক হচ্ছে কংগ্রেসের শীর্ষস্তরের নেত্রী সুস্মিতা দেব-কে তৃণমূলে সামিল করা।

অদূর ভবিষ্যতে অসমের মাটিতে ঘাস ফুলের ভিত মজবুত হবে বলে দাবি করেছেন সুস্মিতা। তাঁর কথায়, “আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সবাই যদি পরিশ্রম করি, তাহলে তৃণমূল কংগ্রেসকে তৃণমূলস্তর থেকে তৈরি করতে পারব।” বরাক এবং কাছারের একটা রাজনৈতিক ঐতিহ্য আছে। সেই পরম্পরা মেনেই তৃণমূল রাজনীতি করবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- বিমান থেকে ছিটকে পড়া ছিন্নভিন্ন দেহাংশ মিলল গৃহস্থের ছাদে, দেখেই জ্ঞান হারালেন গৃহকর্ত্রী

রাজনৈতিক হিংসা বন্ধের পক্ষে এ দিন সওয়াল করেছেন সুস্মিতা দেব। তিনি বলেছেন, “রাজনীতিতে হিংসা কখনই কাম্য নয়। সবার রাজনীতি করার অধিকার আছে। যে কোনও দলে গিয়ে রাজনীতি করার অধিকার আছে। তাই সেই দ্রতা বজায় রেখেই আগামী দিনে আমরা রাজনীতি করতে পারেব সেই আশা রাখি।” রাজনীতিতে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেছেন সুস্মিতা দেব।

আরও পড়ুন-  নেটওয়ার্ক খুঁজতে পাহাড়ে উঠে ক্লাসে মগ্ন পড়ুয়া, নিচে পড়ে মৃত্যু

এরপরেই সুস্মিতার মুখে শোনা গিয়েছে তৃণমূলের জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’র কথা। তিনি বলেছেন, “এখানে লম্বা খেলা আছে। খেলা তো হবেই। এখানে লম্বা খেলা হবে। আমি আজ আমার বক্তব্যে বলে দিয়েছি যে দীর্ঘমেয়াদের রাজনীতি করতে হবে। তাড়াহুড়ো করলে হবে না।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “বিজেপির কাজে মানুষ খুশি নয়। মোদির জনপ্রিয়তা ক্রমশ কমছে। এই অবস্থায় বিরোধী হিসেবে আমাদের দায়িত্ব উপযুক্ত বিকল্প গড়ে তোলা।”

RELATED ARTICLES

Most Popular