কলকাতা টিভি ওয়েব ডেস্ক: লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানিয়ে মাঠে নামল টিম ব্লু (Indian Team Pay Respects to Lata mangeshkar)৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানাতে হাতে কালো ব্যাচ (Black Armbands) পরে মাঠে নামল আজ৷ শোকপ্রকাশও করেন তাঁরা৷ ভারতরত্ন মঙ্গেশকরের মৃত্যুতে ইতিমধ্যে শোক জানিয়ে টুইট করেছেন বেশ কয়েকজন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার৷
রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রোহিত৷ বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার পর রোহিতের হাতেই এখন টিম ইন্ডিয়ার ব্যাটন৷ আজকে দলের ভুবনেশ্বর কুমার না থাকায় বোলিং আক্রমণে নেতৃত্বে নিঃসন্দেহে মহম্মদ সিরাজ এবং যুজবেন্দ্র চহালরা৷
In Video: Team India members observes a minute silence before the start of play to pay their respects to Bharat Ratna, late Lata Mangeshkar.
(Credit: BCCI) pic.twitter.com/XUNTxZG8bx
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) February 6, 2022
ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে লতা মঙ্গেশকরের ঘনিষ্ঠতা বহু দিনের৷ ক্রিকেট অন্তপ্রাণ লতা অত্যন্ত স্নেহ করতেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে৷ পরবর্তীতে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে লতার সুসম্পর্কের কথা জানা যায়৷ ব্যক্তিগতভাবে লতার সঙ্গে পরিচয় ছিল অনেক প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটারের৷ স্বাভাবিকভাবেই লতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সবাই৷ আজ যেভাবে কালো ব্যাচ পরে টিম ইন্ডিয়া মাঠে নামল তাতে সেই সুসম্পর্কের কথাই আরও একবার প্রমাণিত হল৷
আরও পড়ুন: Lata Mangeshkar’s Final Journey: শিবাজি পার্কে চলছে শেষ বিদায়ের মঞ্চ বাঁধা