হিমাচলপ্রদেশ: হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) আদানি গোষ্ঠীর (Adani Groups) একটি সংস্থার দফতরে হানা দিল রাজ্যের শুল্ক ও কর শাখা (State Excise & Tax Officials)। মূলত জিএসটি ফাঁকির সন্দেহেই এই তল্লাশি চালানো হয়েছে বলে সূত্রের খবর। তাই জন্যই এই তল্লাশি বলে জানা যাচ্ছে। শুক্রবার হিমাচলে এই তল্লাশির পর কংগ্রেস যুক্তি, আদানি গোষ্ঠীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ঘনিষ্ঠতা না-থাকলেও মোদি সরকারও এই তদন্তের নির্দেশ দিত।
সূত্রের খবর, বুধবার রাতে হিমাচলের শুল্ক ও কর দফতরের এনফোর্সমেন্ট শাখা সোলানের পরবানুতে আদানি উইলমারের (Adani Wilmar) একটি দফতরে হানা দেয়। তাঁদের বক্তব্য, ব্যবসার নিরিখে যে পরিমাণ জিএসটি মেটানোর কথা, তার প্রায় সবটাই কাঁচামালে মেটানো কর হিসেবে ছাড় নেওয়া হচ্ছে। এমনকী নগদ করও শূন্য দেখানো হয়। যা ১০ থেকে ১৫ শতাংশ হওয়া উচিত বলে মনে করছেন তদন্তকারিরা। সেই কারণেই এই তল্লাশি চালানো হয়েছে। যদিও সংস্তার তরফে রুটিন পরীক্ষা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, আদানি গোষ্ঠী ও সিঙ্গাপুরের উইলমার সংস্থার যৌথ উদ্যোগে তৈরি আদানি উইলমার ফরচুন ব্র্যান্ডের ভোজ্য তেল, ময়দা, আটার মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য তৈরি করে।
কয়েকদিন আগেই হিন্ডেনবার্গের রিসার্চে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও কারচুপি করে নিজেদের শেয়ার দর বাড়ানোর অভিযোগ ওঠে। এরপরই মোদি ঘনিষ্ঠ আদানির বিরুদ্ধে সরব হয় দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি। রাহুল গান্ধী মঙ্গলবারই লোকসভায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছিলেন। এরই মাঝে কংগ্রেস শাসিত হিমাচলে আদানির সংস্থার দফতরে শুল্ক ও কর শাখার হানা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।