skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeCurrent NewsAkhilesh Yadav: সাংসদ পদে ইস্তফা ‘কারহালের বিধায়ক’ অখিলেশ যাদবের

Akhilesh Yadav: সাংসদ পদে ইস্তফা ‘কারহালের বিধায়ক’ অখিলেশ যাদবের

Follow Us :

নয়াদিল্লি: সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মঙ্গলবার তাঁর সাংসদ পদে ইস্তফা দিলেন৷ কারণ, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে তিনি কারহাল বিধানসভা থেকে জয়ী হয়েছেন৷ বিধায়ক পদে থাকতেই সাংসদ পদে ইস্তফা দিলেন৷ আইন অনুযায়ী এক ব্যক্তি দেশের দুটি আইনসভায় থাকতে পারেন না৷ যে কোনও একটি আইনসভার পদ বেছে নিতে হয়৷ সেই আইন মেনেই বিধায়ক পদ থাকতে চেয়েছেন অখিলেশ৷ মঙ্গলবার লোকসভার অধ্যক্ষের কাছে ইস্তফা পত্র জমা দেন৷

ইস্তফা দেওয়ার পর অখিলেশ যাদব তাঁর উদ্দেশ্য পরিষ্কার করেছেন৷ তিনি জানান, ২০২৪ লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের নিজের দলকে শক্তিশালী করতে চান৷ উত্তরপ্রদেশে কোণায় কোণায় সমাজবাদী পার্টির সদস্য সংখ্যা বৃদ্ধি ও নানান কর্মসূচীর মাধ্যমে সরকার পক্ষকে আক্রমণ-প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবেন৷

অখিলেশ যাদব ইউপি নির্বাচনে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন৷ কিন্তু তাঁর দল ৪০৩ সদস্যের বিধানসভায় মাত্র ১১১টি আসনে জয়ী হয়েছেন৷ দ্বিতীয় স্থানে রয়েছে৷ আর বিজেপি ২৫৫টি আসন জয়ী৷ অন্যান্য জোট সঙ্গীকে নিয়ে মোট ২৭২ আসনে জয়ী হয়েছে৷ ২৫ মার্চ উত্তরপ্রদেশে দ্বিতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি৷ আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ৷ যাইহোক, সমাজবাদী পার্টি ২০১৭ সালে মাত্র ৪৭টি আসন জয় লাভ করে৷ ২০২২ নির্বাচনে আসন সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ ৩২.০৬ শতাংশ ভোট পেয়েছে৷

আরও পড়ুন-Jagdeep Dhankhar on Rampurhat: রামপুরহাট হিংসার রিপোর্ট তলব করলেন জগদীপ ধনখড়

RELATED ARTICLES

Most Popular