skip to content
Tuesday, July 2, 2024

skip to content
HomeCurrent NewsMamata Akhilesh: অখিলেশকে পাশে নিয়ে উত্তরপ্রদেশে ‘খেলা হবে’-র ডাক মমতার

Mamata Akhilesh: অখিলেশকে পাশে নিয়ে উত্তরপ্রদেশে ‘খেলা হবে’-র ডাক মমতার

Follow Us :

লখনউ: এ যেন ঠিক ফ্লাশব্যাক৷ বাংলার মাটিতে এভাবেই বল ছুড়ে ছিলেন ৷ ডাক দিয়েছিলেন ‘খেলা হবে’ (Khela Hobe)৷ ২০২১-র বাংলার (West Bengal Assembly Polls) সেই ছবিটা ফিরল গোবলয়ের সব থেকে বড় রাজ্যে৷ উত্তরপ্রদেশে (Uttarpradesh Assembly Polls) ।  সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে ।  শুধু বলের রঙটা পাল্টে গেল৷ সে দিন নীল-সাদা ।  আজ লাল৷ প্রতিপক্ষ কিন্তু একই ৷ বিজেপি৷

নরেন্দ্র মোদি-অমিত শাহদের নেতৃত্বে বিজেপি যখন নিজেদের অধিকার কায়েম করতে ব্যস্ত, বাংলায় সেই পথ রুখে দিয়েছিলেন মমতা৷ বাংলার মাটি কতটা কঠিন তা বুঝিয়ে বিজেপিকে এক প্রকার গুরুত্বহীন করে দিয়েছেন৷ বাংলার বিধানসভা ভোটে বিজেপি বিরোধী সেই লড়াইয়ে অক্সিজেনের মতো কাজ করেছিল একটি স্লোগান৷ খেলা হবে৷ সময় এগিয়েছে৷ এই স্লোগান ততই জনপ্রিয়তা পেয়েছে৷ বাংলার ভোট শেষে এই স্লোগান শোনা গিয়েছে উত্তরপ্রদেশের মাটিতে৷ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বিজেপি হঠাতে ডাক দিয়েছেন ‘খেলা হবে’-এর৷

দেশের সব থেকে বড় রাজ্যটিতে যখন ভোট এসে গিয়েছে, তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই উত্তরপ্রদেশের মাটিতে ‘খেলা হবে’-এর সুর সপ্তমে তুললেন৷ এখানে তিনি সরাসরি বিজেপির প্রতিপক্ষ নন৷ প্রতিপক্ষের সমর্থক৷ বলা ভাল, তিনিই প্রতিপক্ষের অক্সিজেন৷ তিনিই প্রতিপক্ষের চালিকা শক্তি৷ তিনিই প্রতিপক্ষ অখিলেশ যাদবের মেন্টর৷

উত্তরপ্রদেশে বিজেপিকে হঠাতে অখিলেশের হাত শক্ত করার ডাক দিয়েছেন মমতা৷ যে ভাবে যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি সরকার উত্তরপ্রদেশের কাজ করেছে, তার তীব্র সমালোচনা করেন৷ বিজেপিকে হারাতে অখিলেশের হাত শক্ত করায় যে একমাত্র উদ্দেশ্যে সে কথাও বুঝিয়ে দেন ৷ প্রতিটি মানুষকে আহ্বান জানান, সমাজবাদী পার্টিকে সমর্থন করার জন্য৷

জনপ্রিয়তার নিরিখে ‘খেলা হবে’ স্লোগান ঢেউ তুলেছিল বাংলার ঘরে ঘরে৷ শুধু তৃণমূল সমর্থকই নন, সাধারণ মানুষ, এমনকি বিরোধীদের মুখেও এই স্লোগান শোনা গিয়েছে ৷ ‘খেলা হবে’র সেই জোয়ার এবার উত্তরপ্রদেশের গঙ্গায় বইয়ে দিলেন মমতা৷

RELATED ARTICLES

Most Popular