কলকাতা: কারণে অকারণে মুখ খুল আগেই বার্তা পেয়েছিলেন দলের অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি। এবার বিজেপির গোটা বঙ্গ বিগ্রেডকেই সতর্ক করে দিল শীর্ষ নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁর বঙ্গ সফরের দ্বিতীয় দিনে দলের কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলা ভাগ নিয়ে কোনও মন্তব্য তাঁরা যেন না করেন। নাড্ডার বুঝিয়ে দিয়েছেন, লোকসভা ভোট এখনও বছর দুই বাকি। এমন কোনও মন্তব্য যেন দলের কেউ না করেন, যাতে তা সংগঠনের উপর প্রভাব ফেলে।
উত্তরবঙ্গ থেকে শুরু করে মতুয়া, একাধিক ইস্যুতে বারবার মুখ খুলতে শোনা গিয়েছে বিজেপি নেতাদের। নতুন রাজ্যের দাবি নিয়ে কখনও কখনও সুর মিলিয়েছেন বিজেপি বিধায়ক-সাংসদরা। পাহাড়ে পৃথক রাজ্যের দাবিকেও সমর্থন করেছে গেরুয়া শিবির। আবার রাজবংশী ভোটকে সামনে রেখে সেই পৃথক রাজ্যের প্রশ্ন উঠে এসেছে। কখনও বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, কখনও জন বারলা, কখনও শান্তনু ঠাকুর রাজ্যভাগের দাবি তুলেছেন।
গত বিধানসভা ভোটের আগে রাজ্যভাগের কথা বললেও ইভিএম কিন্তু গেরুয়া শিবিরের পক্ষে যায়নি। বাংলা ভাগের হাওয়া তুললেও ভোটে যে তার প্রভাব পড়ছে না, তা বুঝে গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর তাই লোকসভা ভোটের দু’বছর আগেই কিছুটা ধীরে চলার নীতি নিল দল। সভাপতি বুঝিয়ে দিয়েছেন, এমন কোনও মন্তব্য বা পদক্ষেপ যেন না করা হয়, যা বাংলার মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
আরও পড়ুন: Delhi Police-Nupur Sharma: ধর্মীয়-আপত্তিকর মন্তব্যের জের, নূপুর-জিন্দালের নামে এফআইআর
দু’দিনের সফরে এসে বঙ্গ নেতাদের জোটবদ্ধ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন নাড্ডা। যাতে কোনওভাবেই দল-সংগঠনে ফাটল না ধরে, তা দেখতে বঙ্গ নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাংলা ভাগ নিয়ে কোনও মন্তব্য করতেও বারণ করে দিয়েছেন।