skip to content
Sunday, July 7, 2024

skip to content
Homeরাজনীতিদীনেশের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে তৃণমূলের তিন নাম ঘিরে জল্পনা

দীনেশের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে তৃণমূলের তিন নাম ঘিরে জল্পনা

Follow Us :

কলকাতা: দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi) ছেড়ে যাওয়া রাজ্যসভার (Rajya Sabha) আসনে ভোট আগামী ৯ অগস্ট। ফেব্রুয়ারি মাসে তৎকালীন তৃণমূল সাংসদ দীনেশ সংসদে দাঁড়িয়ে ওই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার পর থেকে আসনটি ফাঁকা রয়েছে। এই আসনে কাকে প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। হাওয়ায় ভাসছে একাধিক হেভিওয়েট নেতার নাম। কার নামে শিলমোহর দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসেবে উঠে আসছে মুকুল রায়, যশবন্ত সিনহা ও কুণাল ঘোষের নাম। প্রাক্তন বিজেপি নেতা ও বাজপেয়ি জমানার মন্ত্রী যশবন্ত মোদির বিরোধিতা করে গেরুয়া শিবির ছেড়েছিলেন। ঝাড়খণ্ডের এই নেতা তুরুপের তাস করা হতে পারে তৃণমূলের। সর্বভারতীয় ক্ষেত্রে পরিচিত মুখ যশবন্ত মোদি বিরোধী মুখ হিসেবে পরিচিত। বর্ষীয়ান এই রাজনীতিক তৃণমূলের সর্বভারতীয় পদে রয়েছেন।

তাঁকে রাজ্যসভায় পাঠালে মোদি বিরোধিতায় সুর চড়ানোর পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সংগঠন বিস্তারেও সুবিধা হবে, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে প্রচার চালানোর পাশাপাশি সেই সময় নিয়মিত দলের হয়ে সাংবাদিক বৈঠকও করেছেন এই বর্ষীয়ান নেতা।

আরও পড়ুন: টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে লোক ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

জল্পনা চলছে মুকুল রায়কে ঘিরেও। বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জিতে প্রথমবার বিধানসভায় গিয়েছেন মুকুল। ভোটের ফ্ল বেরোনোর মাসখানেক পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে উত্তরীয় পরে পুরোনো দলে ফিরে এসেছেন মুকুল। ইতিমধ্যেই দলত্যাগ বিরোধী আইনে তাঁর সদস্যপদ খারিজের দাবিতে আদাজল খেয়ে নেমেছে গেরুয়া শিবির। তৃণমূলও এর পাল্টা শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের সাংসদ পর খারিজের দাবি জানিয়েছে। তাই মুকুলকে রাজ্যসভায় পাঠিয়ে তৃণমূল এক ঢিলে দুই পাখি মারতে পারে।

২২ জুলাই রাজ্যসভা উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৯ জুলাই পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। ৩০ জুলাই মনোনয়ন পত্র পরীক্ষা করা হবে। ২ অগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে । ৯ অগস্ট ভোটগ্রহণ হবে। রাজ্য বিধানসভায় সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটপ্রক্রিয়া চলবে। বিকেল ৫টার পর গণনা শুরু হবে। ফলপ্রকাশও ওইদিনই। ১০ অগস্টের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: টোকিও অলিম্পিক্সে প্রথম পদক, ভারোত্তোলনে রুপো মীরাবাই চানুর

কোভিড পরিস্থিতিতে ভোট পরিচালনার জন্য একগুচ্ছ নির্দেশও দিয়েছে কমিশন। নির্বাচন পরিচালনা সঙ্গে যুক্ত প্রত্যেককে মাস্ক পরতে হবে। ভোটকেন্দ্রে প্রবেশের সময় থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য সরকার নির্ধারিত শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে। কোভিড বিধি মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য সিনিয়র আধিকারিক নিয়োগ করতে হবে। মুখ্যসচিব তাঁকে নিয়োগ করবেন।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Yogi Adityanath | Bhole Baba | ভোলে বাবার আশ্রমে বুলডোজার চালাবে যোগী প্রশাসন?
00:00
Video thumbnail
Jagannath Rath Yatra 2024 | রথ বেরোতেই বিরল ঘটনা পুরীতে! কী হল দেখুন
00:00
Video thumbnail
Mayawati | লোকসভা নির্বাচনের পর মায়াবতীর প্রথম ভাষণ, কী বললেন শুনুন
00:00
Video thumbnail
Mukul Roy | ক্রমেই সুস্থ হচ্ছেন মুকুল রায়, কলকাতা টিভিকে জানালেন মুকুল পুত্র শুভ্রাংশু
00:00
Video thumbnail
Yogi Adityanath | Rahul Gandhi | যোগীকে চিঠি রাহুলের, কী নিয়ে? দেখুন বড় আপডেট
00:00
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম (পর্ব ১২) | দিল্লির বাম নেতাদের ঐতিহাসিক ঔদ্ধত্য
00:00
Video thumbnail
Mamata Banerjee | Iscon | Rath Yatra | ইসকনের রথযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন লাইভ ভিডিও
00:00
Video thumbnail
RathYatra | দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে রবিবাসরীয় রথ
04:45
Video thumbnail
Bengaluru | বাংলার ছাত্রীর করুণ অবস্থা বেঙ্গালুরুতে
05:05
Video thumbnail
Barasat | ৩৪ হাজারের মুক্তিপণ ৩ লাখ! অবাক করা ঘটনা দেখুন
02:39