কলকাতা: পুজোর আর মাত্রা কয়েকটাদিন বাকি। শেষ মুহূর্তের কাজ চলছে প্রত্যেকটি পুজো কমিটিতে। সজে উঠছে শরহ থেকে শহরতলীর পুজো। ওয়ার্ড্রোবেও নিত্য-নতুন ফ্যাশনের (Durga Puja Fashion 2024) পোশাকের সম্ভার বাড়ছে সকলের। এক এক দিন এক একরকম ফ্যাশনে চমক দিতে হবে তো?
পছন্দের পোশাক হলেই চলবে? সঙ্গে মানানসই রাল ফ্যাশনের গয়নাও তো চাই নাকি? আর কানের দুলের প্রতি ফ্যাশনিস্তা মহিলাদের আলাদাই একটা কৌতূহল থাকে। নতুন কোন স্টাইলের কানের দুল ট্রেন্ডিং এবারের পুজোয়?এবারের হাল ফ্যাশনে বুগাড়ি ইন।
আরও পড়ুন: পুজোয় চাল ধোয়া জল, ত্বক হবে টানটান
পিন বুগাড়ি, আর ক্লিপ বুগাড়ি বর্তমানে ফ্যাশন ইন। পিয়ার্স থাকলেই হল। কোনওটা ক্লিপ সিস্টেম। পরাও সোজা। আর বুগাড়ির মূল বিষয় হল- এই গয়না পুরো কানজুড়ো থাকে। অতঃপর সিম্পল শাড়ি কিংবা কুর্তির লুককেও কেতাদুরস্ত করে তোলে নতুন ধরণের এই কানের দুল। মাছ, নৌকা, ত্রিশূল, দুর্গার মুখ, ময়ূর, পাতা বিভিন্নরকমের ডিজাইন রয়েছে। পোশাকের সঙ্গে মানানসই গয়না বেছে নিন। দাম শুরু ১৫০-২০০ টাকা থেকে। দামও খুব একটা বেশি নয়।