কলকাতা: পুজোর আর মাত্রা কয়েকটাদিন বাকি। শেষ মুহূর্তের কাজ চলছে প্রত্যেকটি পুজো কমিটিতে। সজে উঠছে শরহ থেকে শহরতলীর পুজো। সঙ্গে আপনিও সাজাচ্ছেন তো? পুজোয় পাঁচ দিনই চাই নিখুঁত ত্বক। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ত্বককে পরিষ্কার রাখা। দূষণ, তেল, ধুলোবালি, মেকআপের ফলে ত্বকের অবস্থা বেহাল হয়ে পড়ে। তাই পুজোর কয়েকটা দিন ত্বক পরিষ্কার করুন চাল ধোয়া জল দিয়ে।
চাল ধোয়া জলে অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট থেকে শুরু করে একাধিক খনিজ পদার্থ রয়েছে। এটি বলিরেখা, সূক্ষ্মরেখা দূর করে দেয়। পাশাপাশি ত্বককে টানটান করে তোলে। এটি ত্বকের জমে থাকা সমস্ত মেকআপ, তেল পরিষ্কার করে দেয়। পাশাপাশি ত্বকের পিএইচ স্তরের মাত্রাও বজায় রাখে। ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
আরও পড়ুন: পেটপুজো হোক চিকেন ইয়াখনি পোলাও দিয়ে
চাল ধুয়ে সেই জলটা ছেঁকে নিন। ভরে রাখুন স্প্রে বোতলে। টোনার মতো করে মুখে স্প্রে করুন চাল ধোয়া জল। এরপর তুলোর বল দিয়ে মুখ মুছে নিন। এতে ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত ময়লা, মেকআপ, তেল পরিষ্কার হয়ে যাবে।