Thursday, July 3, 2025
Homeলাইফস্টাইলভূত চতুর্দশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলি

ভূত চতুর্দশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলি

ভূত চতুর্দশীর দিন নেগেটিভ শক্তির প্রভাব বেশ জোড়ালো থাকে

Follow Us :

কলকাতা: কার্তিক মাসের অমাবস্যায় কালীপুজোর (Kalipuja 2023) আগের দিন ভূত চতুর্দশী (Bhut Chaturdashi )নামে পরিচিত। এদিন প্রতিটি বাঙালি বাড়িতেই ১৪ প্রদীপ জ্বালিয়ে ১৪ শাক খাওয়ার রীতি প্রচলিত। এই দিনে ১৪ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়। মনে করা হয়, এদিনে তাঁদের আত্মা নেমে আসে। তাদের হাত থেকে নিস্তার পেতে সন্ধ্যায় পর গৃহস্থের বাড়িতে ১৪টি প্রদীপ জ্বালানো হয়। ভূত চতুর্দশীর দিন নেগেটিভ শক্তির (Negetive Energy) প্রভাব বেশ জোড়ালো থাকে, তাই এই বিশেষ তিথিতে নিয়ম মেনে কাজ করাই ভালো। জেনে নিন এই দিন কি কি করবেন না।

১) কালীপুজোর দিন এবং ভূত চতুর্দশীর দিন শ্মশান অথবা কবরস্থানের ধারে-কাছেও যাওয়া যাবে না। কারণ এই সময় এই সব জায়গায় নানারকম নেগেটিভ শক্তি থাকে। আর এতে আপনার এবং আপনার পরিবারের ক্ষতি হতে পারে।

২) এই দুদিন সন্ধ্যাবেলার পর ঘরে বারন দিয়ে পরিষ্কার করবেন না। কারণ এর ফলে মা লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার অনুমান কর হয়।

আরও পড়ুন: ভূত চতুর্দশী কেন পালন হয়? জানুন সেই কাহিনি

৩) রাতে রান্না করার পর রান্নাঘর নোংরা করে রাখলেই বিপদ। রান্নাঘর ও বাসনপত্র খুব ভাল করে পরিষ্কার করে রাখতে হয়। এতে মা লক্ষ্মী তুষ্ট হয় ও আপনার পরিবারের মঙ্গল হবে।

৪) কালীপুজো ও ভুত চতুর্দশীর দিন সন্ধ্যার পর যদি কেউ আপনার কাছ থেকে দুধ বা দুধ জাতীয় কোনও জিনিস চান, তাহলে তা দেবেন না। কারণ এতে আপনার বাড়ি থেকে পজিটিভ শক্তি কমতে থাকবে ও নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে।

৫) এই দিনগুলোতে সন্ধ্যার পর অবশ্যই ঘরে প্রদীপ জ্বালান। চারিদিকে আলো দিয়ে সাজান। এতে অশুভ শক্তি দূর হয় বলে বিশ্বাস। এমনকি সারারাতও চাইলে আলো জ্বালিয়ে রাখতে পারেন।

৬) মহিলাদের কালীপুজো ও ভুত চতুর্দশীর রাতে চুল খুলে ঘুমানো উচিত নয়। তাহলে নেগেটিভ শক্তি আকর্ষিত হয় এবং এর ফলে আপনার ও আপনার সন্তানের ক্ষতি হতে পারে। তাছাড়া, রাতে চুল খোলা থাকলে দেবী লক্ষ্মীও রুষ্ট হন।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39