নয়াদিল্লি: কর্মসংস্থান নিয়ে অনেক প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নির্বাচন এলে কর্মসংস্থান (Job) নিয়ে ঢালাও প্রচার করা হয়। তা যে ফাঁকা কলসি তা প্রমাণ হল আরটিআইতে (RTI)। নরেন্দ্র মোদি সরকার জানাল, কেন্দ্রীয় সরকারি দফতর ও মন্ত্রকে শূন্যপদ রয়েছে ৯ লক্ষ ৬৪ হাজার ৩৫৯।
নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, ক্ষমতায় এলে বছরে দু’কোটি করে চাকরি হবে। ১০ বছর পরও সেই দাবির ধারেকাছে সরকারি পরিসংখ্যান পৌঁছতে পারেনি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শূন্যপদের খতিয়ান জানতে চেয়ে তথ্য জানার অধিকার বলে আবেদন করেছিলেন চন্দ্রশেখর গৌড়। গত ৮ অক্টোবর সেই জবাব দিয়েছে কেন্দ্র। আরটিআইয়ের জবাবে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার উল্লেখ করেছে প্রায় ১০ লক্ষ শূন্যপদের। মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দফতর মিলিয়ে মোট ৭৯টি ডিপার্টমেন্টের অনুমোদিত পদ ও কর্মরতদের সংখ্যার উল্লেখ করা হয়েছে ওই আরটিআই জবাবে। রেলে তিন লক্ষেরও বেশি, ডাক বিভাগে প্রায় ১ লক্ষ, প্রতিরক্ষায় দুলক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকে শূন্যপদের সংখ্যা ১ লক্ষের বেশি।
আরও পড়ুন: এবার কি টার্গেট বাংলাদেশের রাষ্ট্রপতি?
দেখুন অন্য খবর: