কলকাতা: ফের রেল যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হবে। আজ শনিবার থেকে টানা তিনদিন হাওড়া ডিভিশনে বন্ধ থাকছে বেশ কিছু লোকাল ট্রেন (Local Train)। রেলের তরফে জানানো হয়েছে, কুয়াশার জেরে বাতিল থাকবে একাধিক মেল-এক্সপ্রেসও (Express Train Canceled)। জার জেরে দুর্ভোগে পড়বেন যাত্রীরা। রেল সূত্রের খবর, কোনও জায়গায় রেল সেতু সংস্কার,লাইন মেরামতের কাজ, তো কোথাও সাবওয়ে তৈরির কাজ হবে। তারই জেরে আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশনের কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর-লালগোলা রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও বদল করা হয়েছে।
রেল সূত্রের খবর, তিনদিনে সংশ্লিষ্ট রুটিগুলিতে মোট ৩৬টি ট্রেন চলবে না। কাটোয়া-আজিমগঞ্জ থেকে আহমদপুর রুটের ট্রেন বাতিল করা হয়েছে। শনি ও রবিবার মোট ২২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার হাওড়া থেকে তারকেশ্বর রুটের বেশ কিছু ট্রেনটি বাতিল করা হয়েছে। রবিবার হাওড়া-তারকেশ্বর, শেওড়াফুলি-তারকেশ্বর, হাওড়া-আরামবাগ, হাওড়া-গোঘাট, ডাউনে তারকেশ্বর-হাওড়া, তারকেশ্বর-শেওড়াফুলি, আরামবাগ-হাওড়া, গোঘাট-হাওড়া ট্রেনগুলি বাতিল করা হয়েছে। সাবওয়ে তৈরির কাজ হবে কৃষ্ণনগর-লালগোলা সেকশনেও। যার জেরে আপ ও ডাউন লাইনে বাতিল করা হয়েছে কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল।
আরও পড়ুন: ফেনজলের ল্যান্ডফল আজ বিকেলেই, বাংলাতেও প্রভাব
এছাড়াও জানা গিয়েছে, ঘন কুয়াশার জেরে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে বেশকিছু এক্সপ্রেস ট্রেন। বাতিল হয়েছে হাওড়া-দেহরাদুন উপাসনা এক্সপ্রেস, দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস , ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস, কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস, কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস, গয়া-কামাক্ষা উইকলি এক্সপ্রেস, নিউ দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস, মালদা টাউন-নিউ দিল্লি। ৩ ডিসেম্বর থেকে বেশ আগামী কয়েকদিন এই ট্রেনগুলো চলবে না।
অন্য খবর দেখুন