ওয়েব ডেস্ক: সম্প্রতি ইউক্রেনের (Ukraine) সুমি শহরে রাশিয়ান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬। ঘটনায় শিলমোহর দিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস। হামলায় নিহত তিন দম্পতি।
সূত্রের খবরে, নিহতদের মধ্যে একজন ৭৪ বছর বয়সি পুরুষ এবং তাঁর ৬৯ বছর বয়সী স্ত্রী। ৬৫ বছর বয়সি আরও এক পুরুষের দেহ উদ্ধার হয়েছে এবং তাঁর ৬৪ বছর বয়সী স্ত্রী। জানা গিয়েছে, আরও এক মৃতদেহ উদ্ধার। বছর ৬১-র পুরুষ এবং তাঁর ৬১ বছর বয়সী স্ত্রী এই হামলায় প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: ওয়াশিংটনের বিমান দুর্ঘটনা, সেনা চপারকে কটাক্ষ ট্রাম্পের
স্থানীয় পুলিশ নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সহায়তা করার কার্য চালিয়ে যাচ্ছেন। হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার করে নিহতদের দেহ। সুমির বর্তমান পরিস্থিতি নিয়ে চলছে তদন্ত। হামলার কারণ চেষ্টায় তদন্তকারী অফিসাররা।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে গোটা এলাকায়। স্থানীয় প্রশাসন এবং পুলিশ হামলার পরবর্তী কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
⚡️The death toll from the russian strike on Sumy has risen to 6, – Prosecutor General’s Office.
As of now, it is known that 3 couples have died: a 74-year-old man and his 69-year-old wife, a 65-year-old man and his 64-year-old wife, and a 61-year-old man and his 61-year-old… pic.twitter.com/TCyuq5diNL
— BLYSKAVKA (@blyskavka_ua) January 30, 2025
দেখুন আরও খবর: