Friday, July 4, 2025
HomeScrollঅমিত শাহের বঙ্গ সফর স্থগিত

অমিত শাহের বঙ্গ সফর স্থগিত

কেন স্থগিত হল অমিত শাহের বঙ্গ সফর? জানুন আপডেট

Follow Us :

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহর (Amit Shah) বঙ্গ সফর আপাতত স্হগিত বলে বিজেপি (BJP) সূত্রে খবর। রবিবার রাতে অমিত শাহর কলকাতায় (Kolkata) আসা ও সোমবার সকালে বারাসাতে কর্মিসভা স্থগিত। একইসঙ্গে ওই দিন দুপুরে মেচেদায় কর্মিসভা ও কলকাতার সায়েন্সসিটিতে কলকাতা সহ পাশ্ববর্তী ২টি লোকসভার নেতৃত্বকে নিয়ে বৈঠক আপাতত স্হগিত বলেই শনিবার বিজেপি সূত্রের খবর। তবে কী কারণে তা স্থগিত করা হল সেই বিষয়ে কিছু জানা যায়নি।

২৫ শে ডিসেম্বরের পর আবার রবিবার রাতে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা ছিল। মূলত ১২ টি লোকসভা কেন্দ্রে দলের সাংগঠনিক ক্ষমতা বুঝে নিতে এই সফর ছিল বলে বিজেপি সূত্রে খবর। উত্তর ২৪ পরগনার ৪টি, দুই মেদিনীপুরের ৪ ও কলকাতার ২টি ও সংলগ্ন ২টি লোকসভা আসন নিয়ে বৈঠক করার কথা ছিল অমিত শাহের। পূর্ব মেদিনীপুরের ২টি লোকসভা আসনে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দুর দখলে। মেদিনীপুরের আসনটি দিলীপ ঘোষের দখলে। ঘাঁটাল আসনটিতেও সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়েছে বলে দলীয় রিপোর্ট। তাদের শক্তি পরখের পাশাপাশি সোমবার সকালে উত্তর ২৪ পরগনার বারাসাতে সাংগঠনিক বৈঠক ছিল। বিকালে কলকাতার ২ টি ও সংলগ্ন দুটি লোকসভা আসনের নেতৃত্বকে নিয়ে সায়েন্স সিটিতে বৈঠক করে রাতেই দিল্লি ফেরার কথা ছিল অমিত শাহের।

আরও পড়ুন: মেডিক্যাল মামলায় যুক্ত হতে চান তৃণমূল নেতা অভিষেক

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39