বীরভূম: এক পুজোর আগে গ্রেফতার হয়েছিলেন আর এক পুজোর আগে বাড়ি ফিরলেন কেষ্ট। প্রায় ২ বছর পর নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিন সুকন্য়াকে নিয়েই নিচুপট্টির বাড়িতে ঢোকেন। নিচুপট্টির বাড়িতে যেন উৎসব লেগেছে। মঙ্গলবার সকাল থেকে বাজছে ঢাক, ঢোল, শঙ্খ, উড়ল সবুজ আবিরও। যেদিকেই চোখ যাচ্ছে থিক থিক করছে মানুষের ভিড়। দু’বছর পর নিজের বাড়িতে পা রাখলেন অনুব্রত। এদিনই বীরভূমে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। এদিন মমতার সঙ্গে সাক্ষাৎ হবে কি না সেই ধোঁয়াশা জিইয়ে রাখলেন।
মঙ্গলবার বোলপুরে অনুব্রতর গাড়ি ঢুকতে উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা। চারিদিক থেকে কেষ্টা দা জিন্দাবাদ স্লোগান উঠল। অনুব্রতর গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব। তৃণমূলনেত্রীর কথা মতো বীরের মতোই বীরভূমে ঢুকলেন অনুব্রত। বাড়িতে প্রবেশের সময় দৃশ্যত ছলছল চোখ ছিল অনুব্রতর। এদিন স্বমহিমায় নিজের কার্যালয়ের চেয়ারে বসলেন তিনি। বাড়ির এক তলায় দলীয় কার্যালয়ে বসে কথা বলতে বলতে এক সময় কেঁদেও ফেলেন তিনি। তিনি বললেন, আমি আদালতকে সম্মান করি, আইন মেনে চলি। দিদির জন্য আছি, বরাবরই থাকব।
আরও পড়ুন: রাজ্যের আকাশে দুর্যোগের কালো মেঘ, অতিভারী বৃষ্টি আশঙ্কা
ঘটনাচক্রে মমতারও মঙ্গলবার বীরভূম জেলায় প্রশাসনিক কর্মসূচি রয়েছে। দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি। জেলায় বন্যা পরিস্থিতির আবহে বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে মমতার। তৃণমূলনেত্রীর সঙ্গে কি মঙ্গলবার সাক্ষাৎ হবে অনুব্রতর? তা নিয়েও চর্চা চলছে রাজনৈতিক মহলে। অনুব্রতকে সে প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি জানান, শরীর ভাল থাকলে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে।
দেখুন ভিডিও