skip to content
Sunday, June 30, 2024

skip to content
HomeScrollবিজেপি কর্মীর বাবাকে মারধর, তারপর ঘটল সেই মর্মান্তিক ঘটনা
Purba Medinipur Incident

বিজেপি কর্মীর বাবাকে মারধর, তারপর ঘটল সেই মর্মান্তিক ঘটনা

ভূপতিনগর থানার অন্তর্গত অর্জুননগরের ঘটনা

Follow Us :

তমলুক: পূর্ব মেদিনীপুরে ভূপতিনগর থানার (Bhupatinagar PS) অন্তর্গত অর্জুননগরে (Arjunnagar) বিজেপি (BJP) কর্মীর বাবাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্জুননগরে মঙ্গলবার রাতে বিজেপির ঘরছাড়া কার্যকর্তা শশাঙ্ক মাইতির বাড়িতে তৃণমূল কংগ্রেসের ২০-৩০ জনের সশস্ত্র দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। অভিযোগ, তিনি মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে ভোটের ফল প্রকাশের পর থেকে ঘরছাড়া। দুষ্কৃতীরা শশাঙ্কবাবুর মা, স্ত্রী ও বৌদির উপর আক্রমণ চালায়। এই সময় শশাঙ্কবাবুর বাবা গৌরহরি মাইতি ঘর থেকে বেরিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। দুষ্কৃতীরা তাঁকে সজোরে ধাক্কা মারলে তিনি পড়ে যান। মাথায় আঘাত লাগে। পাড়ার লোকজন গৌরহরিবাবুকে নিকটবর্তী মুগবেড়িয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: দুবরাজপুরে ফের বোমা উদ্ধার

স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ সক্রিয় না হলে তাঁরা আগামীকাল থেকে ভূপতিনগর বনধের ডাক দেবেন বলে জানিয়েছেন। তবে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় কোনওভাবে তৃণমূল কংগ্রেস যুক্ত নয় বলে দাবি করেছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষকান্তি পন্ডা।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular