নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে (Loksabha Vote) উত্তরপ্রদেশে (Uttarpradesh) ইন্ডিয়া জোটের (India Alliance) সাফল্যের পর তাদের পাখির চোখ ২০২৭ সালে সে রাজ্যের বিধানসভা নির্বাচন। বিজেপিকে লোকসভায় অনেক কম আসনে আটকে দিয়ে টগবগ করে ফুটছে সমাজবাদী পার্টি। সামনে এগিয়ে আসছে উপ নির্বাচন। সেখানেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট। তারই মধ্যে বিজেপির একের পর এক নেতার বক্তব্য অস্বস্তি ফেলছে বিজেপিকে। বিজেপি নেতা রাজেন্দ্র প্রতাপ সিংহের পর এবার মুখ খুলেছেন বিজেপির বিধায়ক রমেশচন্দ্র মিশ্র। তিনি সাফ বলেছেন সে রাজ্যে বিজেপির পরিস্থিতি খুব খারাপ। তবে তিনি এও বলেছেন এই অবস্থা দূর করতে হলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বড় সিদ্ধান্ত নিতে হবে।
রবিবার উত্তরপ্রদেশে বিজেপির কার্যনির্বাহী বৈঠকে যোগ দেওয়ার কথা দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডার। সেখানে লোকসভা নির্বাচনে ফলের মূল্যায়ন হবে। তার আগে দলের নেতাদের এই ধরনের মন্তব্য অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে। আর এই সুযোগ নিতে কোমর বেঁধে নেমেছে সমাজবাদী পার্টি। অখিলেশ যাদব এই পরিপ্রেক্ষিতে দলের অবস্থান স্পষ্ট করতে বয়ানও দিয়েছেন। অখিলেশ যাদব বলেছেন, সমাজবাদী পার্টির জোট নতুন ইতিহাস লিখবে। সমাজবাদী পার্টি সাধারণ মানুষকে তার অধিকার ফিরিয়ে দেবে। শোষণ, অত্যাচার থেকে সাধারণ মানুষকে রক্ষা করবে।
আরও পড়ুন: সমবায় সমিতির নির্বাচনে ছাপ্পা ভোট ঘিরে তুমুল উত্তেজনা
আরও খবর দেখুন