নয়াদিল্লি: ‘লাভ নোজ নো বাউন্ডারিজ’। একান্ন বছরের বিদেশিনীর সঙ্গে তিরিশ বছরের ভারতীয় যুবকের প্রেম। একজন ফুটবল সম্রাট পেলের দেশ ব্রাজিলের, একজন ভারতীয় (Indian)। গাঁটছড়া বেঁধে খবরের শিরোনামে দু’জনই। নতুন জীবন শুরু ব্রাজিলের (Brazil) প্রৌঢ়ার। বিয়ে করেছেন ২০ বছরের ছোট ভারতীয় প্রেমিককে। বয়স মানেনি প্রেম। রেজি নাঈদ শাকিরা (Rosienide Sicera) পবন গয়ালের (Pawan Goyal) সঙ্গে ঘর বাঁধলেন।
পবন পেশায় নিরাপত্তারক্ষী। তিনি কচ্ছে বেড়াতে গিয়েছিলেন। ব্রাজিল থেকে ঘুরতে এসেছিলেন রোজিও। আলাপ হয়েছিলেন দুজনের। অল্পসময়েই বন্ধু হয়ে উঠেছিলেন তাঁরা। দেশে ফিরে গিয়েছিলেন রোজি। এরপর ফোন, ভিডিয়ো কলে আলাপ পৌঁছয় পরিণয়ে। স্বামীর সংসার ছেড়ে ভারতীয় যুবককে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। ভারতে এসে জীবনের নতুন ইনিংস…।
আরও পড়ুন: ‘পুলিশ’ স্ত্রীর পরকীয়া, প্রকাশ্যে জওয়ানের মার বউয়ের প্রেমিককে, ভাইরাল ভিডিয়ো
দেখুন অন্য খবর: