Monday, July 1, 2024

HomeScrollএবার নিউজক্লিকের সম্পাদকের বাড়ি-অফিসে সিবিআই

এবার নিউজক্লিকের সম্পাদকের বাড়ি-অফিসে সিবিআই

বিদেশি অর্থ অনুদান নিয়ন্ত্রণ আইনে মামলা

Follow Us :

নয়াদিল্লি: সংবাদমাধ্যম নিউজক্লিকের (NewsClick) প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থের (Prabir Purkayastha) ১০ দিন জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির পরদিনই বুধবার সিবিআই (CBI) তাঁর বিরুদ্ধে বিদেশি অর্থ অনুদান নিয়ন্ত্রণ আইনে (FCRA) মামলা দায়ের করল। সিবিআইয়ের আধিকারিকরা প্রবীরের বাড়ি এবং অফিসে তল্লাশি শুরু করেছেন। উল্লেখ্য, প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে সম্প্রতি দিল্লি পুলিশ (Delhi Police) বেআইনি কার্যকলাপ দমন আইনে (UAPA) তাঁকে গ্রেফতার করেছিল। সেই মামলায় গতকালই তাঁর জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়। এবার তাঁর বিরুদ্ধে তদন্তে নামল কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী।

সিবিআইয়ের অভিযোগ, প্রবীরের পোর্টাল বিদেশি অর্থ অনুদান হিসেবে নিয়েছে এবং এ সংক্রান্ত বিধি ভঙ্গ করেছে। এর আগে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা ও এডিটর ইন চিফ প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার মানবসম্পদ প্রধানের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। গত ৪ অক্টোবর, মঙ্গলবার বেআইনি কার্যকলাপ দমন আইনে তাঁদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে মৃত ১২০০

বুধবার সকালে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। প্রবীর পুরকায়স্থের সঙ্গে তাঁর সহকর্মী নিউজক্লিকের এইচআর প্রধান অমিত চক্রবর্তীকেও পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সংবাদ প্রতিষ্ঠানের দফতর সহ ৪০ সাংবাদিক ও সমাজকর্মীর বাড়িতে তল্লাশি চলে। চীনের (China) টাকায় সংস্থা চালানো এবং বেজিংপন্থী প্রচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তল্লাশির পর পুলিশ নিউজক্লিকের দফতর সিল করে দেয়।

অন্তত ৪৬ জনকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় এ বিষয়ে। বেশ কিছু ডিজিটাল ডিভাইস, ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তের কারণে। প্রবীণ সাংবাদিক, উর্মিলেশ, অনিন্দ্য চক্রবর্তী, অভিসার শর্মা, পরঞ্জয় গুহ ঠাকুরতা, ঐতিহাসিক সোহেল হাসমি, ব্যঙ্গচিত্রী সঞ্জয় রাজৌরা এবং সেন্টার ফর টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের ডি রঘুনন্দনকে টানা ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি খবরের ভিত্তিতে এই তল্লাশি ও গ্রেফতারি করা হয়। মার্কিন সংবাদপত্রের দাবি, ভারতে চীনপন্থী প্রচার চালানোর জন্য এই সংস্থা আমেরিকার ধনকুবের নেভিলে রায় সিংহমের কাছ থেকে টাকা নিয়েছে। এর পর থেকেই এই সংবাদ সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং দিল্লি পুলিশের আর্থিক অপরাধ বিভাগের নজরে ছিল।

তল্লাশি এবং গ্রেফতারির প্রতিবাদে বিভিন্ন বিরোধী দল এবং সাংবাদিক সংগঠন পুলিশের সমালোচনায় মুখর হয়েছে। এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া থেকে কংগ্রেস নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছে। কংগ্রেস একে অঘোষিত জরুরি অবস্থা বলে বর্ণনা করে। ২০২৪ সালে লোকসভা ভোটে হেরে যাওয়ার ভয়ে দিনদিন এই অবস্থা তীব্র হচ্ছে।

দেখুন অন্য় খবর

RELATED ARTICLES

Most Popular