কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির (ED) দফতরে হাজিরা দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। সূত্রের খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam Case) তাঁকে তলব করা হয়েছিল রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। কেন্দ্রীয় তদন্তকারীর তলবে সাড়া দিয়ে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন চন্দ্রনাথ। ইডি সূত্রের খবর, মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে তল্লাশিতে মিলেছে বেশ কিছু নথি। যার ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন ইডি। সেই সূত্রে ধরেই এদিন চন্দ্রনাথকে ডাকা হয়।
আরও পড়ুন: সন্দীপ ঘোষকে সাসপেন্ড রাজ্যের স্বাস্থ্য দফতরের
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে এসেছে একের পর এক তথ্য। রাজ্যের হেভিওয়েট নেতামন্ত্রীরাও এই মামলায় জেলবন্দি। প্রাথমিক নিয়োগ মামলায় (Primary Recruitment Scam Case) অন্যতম অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। কুন্তলের ডায়েরি থেকে ইডির হাতে উঠে আসে বেশকিছু তথ্য। সেই তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে নিয়োগ মামলার একাধিক নাম। সেই ডায়েরিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের নামের উল্লেখ পাওয়া গিয়েছে। তার পরে তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছিল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর ফোন। ইডি সূত্রে খবর, ওই ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বুধবার ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথকে। সেই তলবে সাড়া দিয়ে এদিন ইডি দফতরে হাজিরাও দেন মন্ত্রী।
দেখুন ভিডিও