Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভোটের দুদিন আগে সন্ত্রাস চালাতে বলেছেন মুখ্যমন্ত্রী, দাবি অধীরের
Adhir Chowdhury

ভোটের দুদিন আগে সন্ত্রাস চালাতে বলেছেন মুখ্যমন্ত্রী, দাবি অধীরের

মুর্শিদাবাদে ভোট শুরু ৭ মে, নির্বাচন কমিশনের বিশেষ নজর থাকছে দুই কেন্দ্রে

Follow Us :

বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় ভোটের দুদিন আগে থেকে সন্ত্রাসের বাতাবরণ তৈরির নির্দেশ দিয়ে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী (Adhir Chowdhury )। শনিবার বহরমপুরে অধীর বলেন, মুখ্যমন্ত্রী তিনদিন জেলায় থেকে পুলিশ অফিসার এবং অপরাধীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি পরামর্শ দিয়ে গিয়েছেন, ভোটের দুদিন আগে থেকে সন্ত্রাস শুরু কর। অধীর বলেন, মমতা জানেন, কেন্দ্রীয় বাহিনীকে ধাক্কা দিয়ে বুথের ভিতর গোলমাল করা সম্ভব নয়। তাই এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে বিরোধী ভোটাররা ভোট দিতেই না আসতে পারেন।

এদিকে মুর্শিদাবাদের ভোট নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন (Election Commission)। ৭ মে তৃতীয় দফায় ভোট হচ্ছে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে। এছাড়া ওইদিন ভোট হবে মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ কেন্দ্রেও। সূত্রের খবর, কমিশনের বিশেষ নজর থাকছে মুর্শিদাবাদের দিকে। গত কয়েকদিন ধরে প্রায় রোজই জেলার কোনও না কোনও জায়গায় বোমা উদ্ধার হচ্ছে। শনিবারও রানিনগরে প্রচুর বোমা উদ্ধার (Bombs recovered in Raninagar) হয়েছে।

আরও পড়ুন:কুণালের মান ভঞ্জন, বিশেষ উদ্যোগ ব্রাত্যের

জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল রবিবার মুর্শিদাবাদে যাচ্ছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক এবং বিশেষ সাধারণ পর্যবেক্ষক। গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে দুই বিশেষ পর্যবেক্ষক জেলার পরিস্থিতির উপর নজর রাখবেন। শনিবার মালদহ জেলার পরিস্থিতি পর্যালোচনা করেন দুই পর্যবেক্ষক। বিরোধীদের অভিযোগ, ভোট পর্বে গোলমাল হবে না বলে কমিশন যে আশ্বাস দিয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। অনেক জায়গায় বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় পুলিশ ও প্রশাসন শাসকদলের হয়ে কাজ করছে।

শনিবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী দুদিন মুর্শিদাবাদে থেকে ইমাম এবং মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করেন। মুসলিম সম্প্রদায় যাতে তৃণমূলকে ভোট দেয়, তা বোঝানোর জন্য মুখ্যমন্ত্রী ইমাম-মোয়াজ্জেমদের দায়িত্ব দিয়েছেন। অধীর বলেন, আমরা মুসলমান সমাজকে বলছি, আপনারা চোখের সামনে যা দেখছেন, যা বুঝছেন, তার ভিত্তিতে ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের অশিক্ষিত, অসচেতন ভাবতে পারেন। আমরা তা মনে করি না।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular