ওয়েব ডেস্ক: গত কয়েকদিনের উষ্ণ আবহাওয়ার পর আচমকা পারদ পতনে ফের শীতের আমেজ ফিরেছে কলকাতা-সহ গোটা রাজ্যে (Winter in Kolkata)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৫.৬ ডিগ্রিতে, যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৭ ডিগ্রি কম। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই উত্তরের ঠান্ডা হাওয়া প্রবেশ করেছে বাংলায়, যার ফলে তাপমাত্রা দ্রুত নেমে গিয়েছে। তবে এই শীত বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী দু’দিন একই আবহাওয়া থাকলেও সোমবার থেকে ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে।
তাপমাত্রা কমার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশার দাপটও বেড়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই। পশ্চিমের জেলাগুলিতেও সোমবার পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সামান্য থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, যা সকালে দৃশ্যমানতায় কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। তবে আবহাওয়াবিদদের মতে, এটি স্বাভাবিক মৌসুমী পরিবর্তনের অংশ এবং বড় কোনও বিপদের সম্ভাবনা নেই।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী প্রার্থীকে সামনে না এনেও কীভাবে দিল্লি জয় করল বিজেপি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের স্থায়িত্ব খুব বেশি হবে না। সোমবার থেকেই রাজ্যে পারদ উর্ধ্বমুখী হতে শুরু করবে, ফলে শীতের অনুভূতি অনেকটাই কমে যাবে। যদিও উত্তরের জেলাগুলিতে ঠান্ডার দাপট কিছুদিন বেশি থাকতে পারে, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বসন্তের আবহাওয়া প্রবেশ করতে শুরু করবে। তবে আবহাওয়াবিদদের দাবি, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ প্রেমদিবসের দিন রাজ্যে ফের সামান্য ঠান্ডা অনুভূত হতে পারে। এরপরই এ বছর শীত পাকাপাকিভাবে বিদায় নেবে।
এদিকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ৮ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে, যার প্রভাব উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে পড়তে পারে। এই ঝঞ্ঝার কারণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বাংলার আবহাওয়ার ওপরও সামান্য প্রভাব ফেলতে পারে। যদিও বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই, তবে সামান্য তাপমাত্রার তারতম্য হতে পারে।
শীতের শেষ পর্যায়ে প্রবেশ করায় এখনই তাপমাত্রা বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে বসন্তের আবহাওয়া প্রবেশ করবে, আর শীত তার শেষ বিদায় নেবে। ফলে যারা শেষ মুহূর্তের শীত উপভোগ করতে চান, তাদের জন্য আর খুব বেশি সময় নেই। যদিও ১৪ ফেব্রুয়ারিতে ঠান্ডার সামান্য ফিরে আসার সম্ভাবনা থাকলেও, তার স্থায়িত্ব হবে খুবই অল্প সময়ের জন্য।
দেখুন আরও খবর: