নয়াদিল্লি: দিল্লির (Delhi) দূষণ পরিস্থিতির মধ্যেই এবার শীত নিয়ে বড়সড় আপডেট দিল মৌসম ভবন। দিল্লি সহ উত্তর ভারতের একাধিক অংশে এই সপ্তাহে শৈত্যপ্রবাহের (Cold Wave) জারি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৯ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এদিকে বহু দশকের মধ্যে প্রথম, রবিবার রাতে সিমলায় (Shimla) মরসুমের প্রথম তুষারপাত (Snowfall) হল। খুশি পর্যটকেরা।
রবিবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির জেরে দিল্লির একাধিক জায়গায় পারদ নামতে শুরু করেছে। কোটা হাউস, আকবর রোড এবং পান্ডারা পার্ক সহ দিল্লির কিছু অংশে হালকা বৃষ্টি হয়। মৌসম বিভাগ জানিয়েছে, ১০ ডিসেম্বরে পারদ নেমেছিল ৬ ডিগ্রিতে নামবে। দিল্লির পাশাপাশি আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহ চলবে। সেইসঙ্গে সোমবার দিল্লিতে কুয়াশার সতর্কতা জারি আছে
আরও পড়ুন: বোমাতঙ্ক! সাতসকালেই দিল্লির ৪০ টি স্কুলে উড়ো মেইল
আজ দিল্লি সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আইএমডি পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি-এনসিআর-এ রবিবার থেকে শুরু করে পরবর্তী দুই দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পশ্চিম রাজস্থানে ৯ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত শৈত্যপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে অপরদিকে যখন পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড় এবং পশ্চিম উত্তর প্রদেশে ১১ ডিসেম্বর শৈত্যপ্রবাহের দাপট শুরু হবে।
অন্যদিকে দিল্লির বায়ুর দূষণের অবস্থার কোনও উন্নতি হয়নি।, গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রবিবার ‘খুব খারাপ’ বিভাগে নেমে গেছে। বিকেল ৪টায় AQI 302 এ রেকর্ড করা হয়েছে। আপাতত দিল্লিতে গ্রাপ-২ ও গ্রাপ ১ জারি থাকবে।
দেখুন অন্য খবর: