নয়াদিল্লি: দিল্লির (Delhi) স্কুলে ফের বোমাতঙ্কের (Bomb Threat) ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সাত সকালে সবে মাত্র স্কুলে পা রেখেছে পড়ুয়ারা, ঠিক সেই সময়ে দিল্লির ৪০টি স্কুলে এল উড়ো মেইল।
গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেইল পাওয়া মাত্রই স্কুলগুলি তড়িঘড়ি সমস্ত অভিভাবকদের ফোন করে পড়ুয়াদের বাড়ি নিয়ে যেতে বলা হয়। ঘটনাস্থলে রয়েছে বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড ও দমকল, বিশাল পুলিশ বাহিনী। স্কুলগুলি ঘিরে রাখা হয়েছে। এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে।
সপ্তাহের প্রথমদিনে স্কুল চত্বরে পা রাখতে না রাখতেই এই ধরনের ঘটনায় ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: ভারত নয়, অন্য ৬ দেশের থেকে আলু, পেঁয়াজ কিনবে বাংলাদেশ!
পুলিশ সূত্রে খবর, দিল্লির পশ্চিম বিহার ও আরকে পুরম এলাকায় দুটি নামকরা বেসরকারি স্কুলে হুমকি ই মেইল আসে। সেই সময় সবে মাত্র স্কুলে আসছিল পড়ুয়ারা। হঠাৎ করে ফোন আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিভাবকরাও তাদের সন্তানদের ছাড়তে এসেছিলেন। বর্তমানে স্কুলগুলিতে তল্লাশি চলছে। ফাঁকা করে দেওয়া হয়েছে এলাকা। মোট ৪০টি স্কুলে উড়ো মেইল করে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে। স্কুলগুলি হল মাদার মেরি স্কুল, ব্রিটিশ স্কুল, সালওয়ান পাবলিক স্কুল, দিল্লি পাবলিক স্কুল এবং কেমব্রিজ স্কুল সহ আরও অনেক। হুমকি প্রথম শুরু হয় আর কে পুরমের দিল্লি পাবলিক স্কুল এবং পশ্চিম বিহারের জিডি গোয়েঙ্কা স্কুল থেকে। ডিপিএস সকাল ৭:০৬ টায় হুমকি পেয়েছিলেন, এবং পরবর্তীরা ৬:১৫ টায় ইমেলটি পেয়েছিলেন।
এদিকে, ইমেইলগুলো কে, কোথা থেকে পাঠিয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর।
বার বার স্কুলগুলিকে টার্গেট করে এই ধরনের হুমকি ফোন কি কারণে দেওয়া হচ্ছে, এর নেপথ্যে কে বা কারা আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
দেখুন অন্য খবর: