কলকাতা: উচ্চ প্রাথমিকের (Upper Primary Recruitment) প্যানেল প্রকাশ পিছিয়ে গেল। এখনই প্রকাশ হচ্ছে না প্যানেল। বিকাশ ভবন সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) থেকে যে ১৪০৫২ জনের প্যানেল প্রকাশের কথা বলা হয়েছিল, সেই সংখ্যা যথাযত নয়। কিছুটা কম হবে সেই সংখ্যা। এই সংখ্যা আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিকাশ ভবনে কয়েকদিন আগে এসএসসি ও শিক্ষামন্ত্রীর সঙ্গে উচ্চ প্রাথমিকে নিয়োগ সংখ্যা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানেই ঠিক হয়েছে যে সংখ্যার বিষয়টি আদালতের কাছে জানতে চাওয়া হবে।
আরও পড়ুন: DVC-র জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
বিকাশ ভবন সূত্রের খবর নানাবিধ কারণে ১৪০৫২ থেকে সংখ্যাটি কমবেশি ১০০ জন কমতে পারে। তার উপযুক্ত কারণও রয়েছে বলে জানা গিয়েছে। আদালতের কাছ থেকে বিষয়টি স্পষ্ট হলেই উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি গত ২৮ অগাস্ট হাইকোর্ট যে রায় দিয়ে জানিয়েছিল ৪ সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে এসএসসিকে, সেই সময়সীমা এখনও শেষ হয়নি বলে জানা গিয়েছে।
দেখুন ভিডিও