Friday, July 4, 2025
HomeScrollদানার প্রকোপে মাথায় হাত সোনামুখীর কৃষকদের

দানার প্রকোপে মাথায় হাত সোনামুখীর কৃষকদের

জমিতে ফসল লাগানোর পরেই বৃষ্টিতে নষ্ট হল শস্য

Follow Us :

বাঁকুড়া: প্রকৃতির খেয়াল আর ভাঙা দেওয়াল দুটোই সমান ভাবে বিপজ্জনক। কোনটা কখন আছড়ে পড়বে তা কেউ জানে না । একই ভাবে প্রকৃতির রোষ যেন বারবার আছড়ে পড়ছে বাংলার উপর। বাদ যাননি সোনামুখী ব্লকের কৃষকরাও। জমিতে ফসল লাগানোর পরেই বৃষ্টিতে নষ্ট হল শস্য।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় দানার জেরে বাতিল ১৭৮ ট্রেন

দিনকয়েক আগে বন্যায় প্লাবিত হয়েছে এলাকার কৃষি জমি। এবার আবার দানার আতঙ্ক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দানা ঘূর্ণিঝড় ভয়ঙ্কর রূপ ধারণ করে স্থলভাগে আছড়ে পড়তে পারে। ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। আতঙ্কিত হয়ে সময়ের আগেই সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার ধান চাষীরা তাদের সোনালী ফসল ঘরে তুলেতে ব্যস্ত ।

স্থানীয় চাষিদের সূত্রে খবর, আরও কিছুদিন সময় পেলে হয়ত ধানের ফলন ভাল হত। এবার ঘূর্ণিঝড়ের আতঙ্কে সময়ের আগেই ধান ঘরে তুলতে হচ্ছে । কেননা সময় মত ধান ঘরে তুলতে না পারলে এই প্রাকৃতিক দুর্যোগে মাঠে থাকা ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39