দিল্লি: গত মঙ্গলবার বি আর আম্বেদকরকে (B R Ambedkar) নিয়ে অমিত শাহর (Amit Shah) বিতর্কিত মন্তব্যের জেরে বুধবার উত্তাল হয়েছিল সংসদ (Parliament)। বুধবার এর প্রতিবাদে সংসদের মকর দ্বারের সামনে বাবাসাহেবের ছবি নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। পরিস্থিতি উত্তপ্ত হলে শুরু হয় বিজেপি-কংগ্রেস ধস্তাধস্তি। সেই মুহূর্তে পড়ে গিয়ে মাথায় চোট পান বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী। ঘটনায় আহত হন আরক বিজেপি সাংসদ মুকেশ রাজপুতও। স্বাধীন ভারতের বুকে এটি ছিল একটি ‘নজিরবিহীন’ ঘটনা। তাই এটিকে হালকাভাবে নেয়নি শাসক বা বিরোধী কোনও পক্ষই।
পদ্ম শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাহুল গান্ধী (Rahul Gandhi) ধাক্কা দিয়ে দুই বিজেপি সাংসদকে ফেলে দিয়েছেন। সংসদের বিরোধী দলনেতার নামে একাধিক ধারায় অভিযোগ দায়ের করে করা হয় একটি মামলাও। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে দিল্লি পুলিশের (Delhi Police) অপরাধদমন শাখাকে। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ৮টার মধ্যে এই মামলার সমস্ত নথি হাতে পেয়ে গিয়েছে তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছে রাজধানীর পুলিশ।
আরও পড়ুন: অভিনব প্রতিবাদ! আম্বেদকরের নামে বৃত্তি চালু রাজ্যে, কারা পাবেন?
যদিও শুরু থেকেই রাহুল গান্ধী নিজে এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন। তিনি জানান, “আমি সংসদের যখন ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, তখন কিছু বিজেপি সাংসদ আমাকে ঢুকতে বাধা দেন। তাঁরা আমাকে ধাক্কা দিতে থাকেন। আমার সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গেকেও ঢুকতে বাধা দেওয়া হয়। এর ফলে ধাক্কাধাক্কির একটা পরিস্থিতি তৈরি হয়।” একইসঙ্গে রাহুল গান্ধী দাবি করেন, “এটা সংসদ, এখানে ঢোকার অধিকার রয়েছে আমাদের।”
দেখুন আরও খবর: