কলকাতা: বড় মাথাদের নাম দিয়ে এসেছি। শনিবার সিবিআই দফতর থেকে বেরিয়ে জানালেন ডাক্তাররা। আরজি করের (RG Kar Hospital Incident) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদেই পথে নেমেছেন চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council) থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তাঁরা। তারপর চার প্রতিনিধি দেখা করেন সিবিআই (CBI) আধিকারিকদের সঙ্গে। সিবিআই-কে সন্দেহভাজনের তালিকা তুলে দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: উত্তরপত্রে জনৈতিক স্লোগান বাতিল পরীক্ষা! জারি নির্দেশিকা
সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তাররা জানান, স্বাস্থ্যে যে দুর্নীতি, তা নিয়ে একটি নামের তালিকা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। ডাক্তারদের দাবি, ছোট থেকে সিন্ডিকেটের বড় মাথা সকলের নাম রয়েছে এই তালিকায়। যাদের নামে তালিকা দিয়েছি আমরা চাইছি এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। কারা এই ‘সিন্ডিকেট’ শুরু করেছেন তা খুঁজে বের করতে হবে। সিবিআই-এর কাছ থেকে তাঁরা আশ্বাস পেয়েছেন, দ্রুত বিচার পাওয়া যাবে। তাদের দাবি, আগামী ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে ভাল কিছু রিপোর্ট জমা দিতে পারে কেন্দ্রীয় এজেন্সি।
অন্য খবর দেখুন