Friday, July 4, 2025
HomeScrollইডির হাতের গ্রেফতার প্রয়াগ গ্রুপের কর্ণধার বাসুদেব বাগচী সহ ছেলে অভীক
Prayag Incident

ইডির হাতের গ্রেফতার প্রয়াগ গ্রুপের কর্ণধার বাসুদেব বাগচী সহ ছেলে অভীক

কয়েকশো কোটি টাকার প্রতারণার অভিযোগ প্রয়াগ গ্রুপের বিরুদ্ধে

Follow Us :

সাকিল মুস্তাক , সল্টলেক: আর্থিক লাভবানের প্রতিশ্রুতি দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, সেই টাকা নয়ছয়ের অভিযোগ প্রয়াগের (Prayag) বিরুদ্ধে। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে। আগেও এই সংস্থার কর্ণধার বাসুদেব বাগচী (Vasudev Bagchi)ও তার ছেলে অভীক বাগচী(Abhik Bagchi) গ্রেফতার হয়েছিল।

মঙ্গলবার সকালে ইডির (ED) তল্লাশি অভিযান নিউ আলিপুর সাহাপুর কলোনির বাসুদেব বাগচী ও অভীক বাগচীর বাড়িতে। এছাড়াও শহরের একটি রিসর্ট রয়েছে সেখানেও তল্লাশি চলে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় দুজনকে।  বুধবার তাঁদের আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে বাবা ও ছেলেকে হেফাজতে চাইবে এই ইডি।

আরও পড়ুন: বুধবার ফের উত্তাল পার্লামেন্ট! মুলতুবি করতে বাধ্য হলেন স্পিকার

উল্লেখ্য, অসম, ওড়িশা, ত্রিপুরা সহ রাজ্যের একাধিক জায়গায় প্রয়াগের কারবার ছড়িয়ে আছে। ২০১৭ সালে সিবিআই গ্রেফতার করে বাবা ও ছেলেকে। বর্তমানে জামিনে মুক্ত ছিলেন প্রয়াগ গ্রুপের কর্ণধার বাসুদেব বাগচী ও ছেলে অভীক বাগচী। তাঁদের বিরুদ্ধে ওড়িশায় মামলা দায়ের হয়েছিল।

লাভের আশা দেখিয়ে ২ হাজার ৮০০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। তার মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা ফেরত দেয়নি প্রয়াগ গ্রুপ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39