skip to content
HomeScrollতড়িদাহত হয়ে মৃত ২, দেহ আটকে তুমুল বিক্ষোভ

তড়িদাহত হয়ে মৃত ২, দেহ আটকে তুমুল বিক্ষোভ

আমডাঙায় ১১ হাজার ভোল্টের ছোবলে ছিটকে পড়লেন ২ রাজমিস্ত্রী

Follow Us :

উত্তর ২৪ পরগনা: বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution) হয়ে মৃত্যু হল দুজনের। ঘটনাকে কেন্দ্র করে আমডাঙা (Amdanga Villagers) এলাকায় উত্তেজনা ছড়াল। পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে বাধা স্থানীয়দের। রাস্তা আটকে বিক্ষোভ দেখান এলাকার লোকজন। আমডাঙা থানার রাহানা এলাকায় একটি বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে শর্ট সার্কিটে ২ জনের মৃত্যু হয়। আশঙ্খাজনক অবস্থায় ১জন ভর্তি হাসপাতালে। ঘটনার প্রতিবাদে রাহানা মোড়ে ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। পুলিশের সঙ্গে বচসা বাধে স্থানীয়দের।

রাহানা এলাকার বাহারুল মন্ডল বাড়িতে বাড়ি তৈরির কাজ হচ্ছিল সেই সময় রাজমিস্ত্রিদের অসাবধানবশত বিল্ডিং এর পাশেই এগারো হাজার হাইভোল্টেজের তারে লোহার পাইপ লেগেই মৃত্যু হয় দুই রাজমিস্ত্রি সান্টু মন্ডল ও মফিজুল মন্ডল। আহত মইদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার পরই ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার লোকজন। বিদ্যুৎ দফতরের কাছে আর্থিক ক্ষতিপূরণ চান তাঁরা।

আরও পড়ুন: অক্সিজেন মাস্ক খুলে বিড়িতে সুখটান রোগিণীর, চাঞ্চল্য হাবড়ায়

স্থানীয়দের দাবি, জনবহুল এলাকার উপর দিয়ে হাইটেনশন তার গিয়েছে। নিরাপত্তার বিষয়ে বারবার বিদ্যুৎ দফতরে জানানো হলেও কাজ হয়নি বলেই অভিযোগ তাঁদের। বিদ্যুৎ দফতরের গাফিলতির জেরেই দুজনের মৃত্যু হয়েছে। পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে বাধা স্থানীয়দের। পুলিশের সঙ্গে বচসা বাধে স্থানীয়দের। অবশেষে বিদ্যুৎ দফতর থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তারপরই পুলিশ দেহ তুলে নিয়ে যায়।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular