কলকাতা: বেলডাঙার পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট (High Court)। আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বেলডাঙায় (Beldanga) শান্তি ফিরলেও সীমান্ত রক্ষী বাহিনীর (Border Guard Force) টহল চলবে। সেইসঙ্গে আদালতের নির্দেশ, অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে। মূলচক্রী যেন কোনভাবেই ছাড়া না পায়।
কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হীরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। এদিন ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো সোমবার মুর্শিদাবাদের জেলাশাসক এবং সীমান্ত রক্ষী বাহিনীর ডিআইজি রিপোর্ট পেশ করেন।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার আদালতের নির্দেশের পর শনিবারে হিংসা অধ্যুষিত অন্তত সাতটি গ্রাম যৌথভাবে পরিদর্শন করা হয়েছে। ২৩ নভেম্বরেই এলাকায় ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। নতুন করে অশান্তির সম্ভাবনা এড়াতে সীমান্ত রক্ষী বাহিনীর টহল চলছে বলে রিপোর্টে জানানো হয়।
আরও পড়ুন:সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা উত্তরপ্রদেশের কৃষকদের
এই মামলায় তার পর্যবেক্ষণে আদালতের নির্দেশ ১৬ ও ২১ নভেম্বরের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যতগুলি এফআইআর হয়েছে সেই মতো রাজ্যকে যথাযথ পদক্ষেপের নিতে হবে। যেন যুক্তিসম্মত সমাধান হয়। হাইকোর্ট ক্রিসমাসের ছুটির এক সপ্তাহ পরে রাজ্যকে হলফনামা দিতে আদেশ দিয়েছে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর অশান্তি ছড়ায় মুর্শিদাবাদের বেলডাঙায় । সম্প্রীতি নষ্টের পরিস্থিতি সৃষ্টি হয়েছে দাবি করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েনের আর্জি জানিয়েছিলেন আইনজীবীরা। দায়ের হয় দুটি জনস্বার্থ মামলা। সেই মামলাতে হাইকোর্ট জেলাশাসক ও বিএসএফের বহরমপুর রেঞ্জের ডিআইজি পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয়।