Friday, July 4, 2025
HomeScrollদিলীপের ‘ওল্ড ইজ় গোল্ড’ মন্তব্যকে সমর্থন ফিরহাদের
Firhad Hakim

দিলীপের ‘ওল্ড ইজ় গোল্ড’ মন্তব্যকে সমর্থন ফিরহাদের

দলে নবীন ও প্রবীণ দুই প্রজন্ম দরকার, মন্তব্য ফিরহাদের

Follow Us :

কলকাতা: বাংলায় বিজেপি ধরাশায়ী। এই নিয়ে রাজ্যের নেতাদের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার সকালে নিজের ‘এক্স’ হ্যান্ডলে ‘ওল্ড ইজ় গোল্ড’ লিখে একটি পোস্ট করেছেন দিলীপ। দিলীপ ঘোষের ‘ওল্ড ইজ় গোল্ড’ মন্তব্যকে সমর্থন করে দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, আমরাও তো বলছি, ওল্ড ইজ় গোল্ড (Old Is Gold)।

লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কখনও ‘কাঠিবাজির’ তত্ত্ব উস্কে দিয়েছেন। তো কখনও দলের পুরনো কর্মীদের গুরুত্বর কথা বলেছেন। কখন রাজ্যের দায়িত্বে থাকা নেতাদের সিদ্ধান্ত নিয়ে মত প্রকাশ করেছেন। শনিবার সকালে ফের এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপের, ‘ওল্ড ইজ় গোল্ড’। আর এবার ‘ওল্ড ইজ় গোল্ড’ প্রসঙ্গেও দিলীপকে সমর্থন ফিরহাদ হাকিমের। ফিরহাদের বক্তব্য, দিলীপ ঠিক কথাই বলছেন। তৃণমূলও যে ‘ওল্ড ইজ় গোল্ড’-এর পক্ষে, সেটাও বুঝিয়ে দেন তিনি। তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বিতর্ক হয়েছে প্রচুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বলতে শোনা গিয়েছে, দলে নবীন ও প্রবীণ উভয়কেই প্রয়োজন। এবার দিলীপকে সমর্থন করে এ নিয়ে মুখ খুললেন মেয়র।

আরও পড়ুন: ২০১৯ -এ আই প্যাক, লক্ষ্মীর ভাণ্ডারও ছিল না, মন্তব্য শুভেন্দুর

ফিরহাদ বলেন, দলে দু’টি প্রজন্ম থাকে। এক নবীন ও প্রবীণ প্রজন্ম। নবীন যারা নতুন উদ্যমে এগিয়ে যাবে। আর তাদের পিছনে থাকবে অভিজ্ঞতা। যারা অভিজ্ঞতার ভিত্তিতে দলকে পরিকল্পনা ও চলার জন্য পরামর্শ দেবে। প্রবীণ প্রজন্মই নিজেদের অভিজ্ঞতা দিয়ে নবীনদের নতুন আন্দোলনে নামতে পারে।

অন্য খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39