নয়াদিল্লি:এয়ারসেল ম্যাক্সিস আর্থিক কেলেঙ্কারি (Aircel-Maxis money laundering case) মামলায় সাময়িক স্বস্তি পেলেন পি চিদাম্বরম ( P Chidambaram)। এই মামলায় হাইকোর্ট সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। এই মামলায় ইডি (ED) প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম সহ তার পুত্র কার্তি চিদাম্বরমকে চার্জশিট দেয়। মামলা যায় নিম্ন আদালতে।
সেই মামলায় ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদাম্বরম। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়া প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে নিম্ন আদালত অভিযোগ গ্রহণ বা মান্যতা দিতে পারে না। দাবি চিদাম্বরমের।
আরও পড়ুন:মেসির জাদু পাস, মার্তিনেজের বিস্ময়কর গোলে জিতল আর্জেন্টিনা
বিচারপতি মনোজ কুমার ওহরির একক বিচারকের বেঞ্চও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নোটিশ জারি করেছে।
উল্লেখ্য, এয়ারসেল ও ম্যাক্সিস-এর মধ্যে হওয়া ব্যবসায়িক সমঝোতায় চিদাম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন অনুমোদন দেয় ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড। ৩৫০০ কোটি টাকায় সেই সমঝোতা সম্পন্ন হয়। ওই বোর্ডের কাছ থেকে যাতে সহজেই অনুমোদন মেলে সেই ব্যাপারে সহযোগিতা করে আর্থিক সুবিধা নিয়েছিলেন চিদাম্বরম পুত্র কার্তি। এমন অভিযোগে সিবিআই এবং ইডি ২০১৮ সালের জুলাইতে চার্জসিটও দাখিল করে।
উল্লেখ্য, সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইন অনুযায়ী কোনও সরকারি পদাধিকারীর বিরুদ্ধে মামলা চালাতে হলে সিআরপিসির ১৯৭ ধারা অনুযায়ী অনুমোদন নেওয়া ইডি’র প্রয়োজন।
দেখুন অন্য খবর: