
কলকাতা: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় ফের ড্র করল ব্রাজিল (Brazil)। দেশের জার্সিতে আবারও ম্রিয়মান রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)। অন্যদিকে প্যারাগুয়ের কাছে হারের পর পেরুর বিরুদ্ধে জয়ে ফিরল লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা। মেসির অনবদ্য সহায়তায় ওভারহেড কিকে বিস্ময়কর গোল করেন লাতারো মার্তিনেজ (Lautaro Martinez)।
ভারতীয় সময়ানুযায়ী বুধবার ভোরে উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে খেলতে নামে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা যোগ্যতা অর্জন পর্বে চতুর্থ স্থানে আছে, উরুগুয়ে আছে দুই নম্বরে। কাজেই লড়াই হাড্ডাহাড্ডি হবে জানাই ছিল। প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায়। ভিনিসিয়াস উরুগুয়ের রক্ষণ ভাঙার বহু চেষ্টা করেন কিন্তু পেরে ওঠেননি। উল্টে ৫৫ মিনিটে দৃষ্টিনন্দন গোল করেন রিয়ালে ভিনিসিয়াসের সতীর্থ ফেদেরিকো ভালভার্দে। কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার গেরসন বিশ্বমানের গোল করে ব্রাজিলকে এক পয়েন্ট এনে দেন।
আরও পড়ুন: কোহলি ক্ষুধার্ত, অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন সানি
Pero viva el futbol que golazo!
Jugada entera del gol de Lautaro Martínez, participan todos, una pinturita.#argentinavsperu #EliminatoriasSudamericanas pic.twitter.com/V7OlqknnIC
— @UnEnzoMas (@UnEnzoMas) November 20, 2024
আর্জেন্টিনাও (Argentina) এদিন পেরুর (Peru) বিরুদ্ধে প্রথমার্ধে গোল করতে পারেনি। মেসিকে খুব একটা ধারালো দেখাচ্ছিল না। কিন্তু ৫৫ মিনিটের মাথায় জাদুকর হয়ে উঠলেন তিনি। পেরুর তিনজন ডিফেন্ডারকে সম্মোহিত করে বক্সে ঢুকে পড়লেন এবং ক্রস তুললেন মার্তিনেজের জন্য। মেসির খেলাকে সম্মান জানাতেই যেন দুরন্ত ওভারহেড কিকে গোল করলেন মার্তিনেজ। সাম্প্রতিক কালে আর্জেন্টিনার হয়ে প্রায় প্রতি ম্যাচে গোল করছেন ইন্টার মিলানের খেলোয়াড়।
দেখুন অন্য খবর: