Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeকেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জানাল AIIMS

কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জানাল AIIMS

ওয়েবডেস্ক- গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমস- (AIIMS) ভর্তি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তমলুকের (Tamluk) বিজেপি সাংসদ (Bjp, MP) অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) । তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। জানা গেছে, বিজেপি সাংসদ প্যানক্রিয়াসের সমস্যায় আক্রান্ত, বর্তমানে তিনি দিল্লির এমইসে চিকিৎসাধীন। তমলুক সাংসদের শারীরিক বিষয়টির নজরদারিতে রয়েছেন বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু।

শনিবার রাতেই এইমস-এর তরফে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেমন আছেন, সেই নিয়ে আপডেট দেওয়া হয়েছে। জানা গেছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন বিচারপতি। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। শনিবার রাতেই তাঁকে আইসিইউ থেকে বের করে জেনারেল বেডে দেওয়া হয়েছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন অভিজিতের পরিবার এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের। ফলে কিছুটা হলেও স্বস্তিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবার।

আরও পড়ুন- গুরুতর অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়

দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে রয়েছেন তাঁর দাদা-বৌদি, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। প্রাক্তন বিচারপতিকে সর্বদা পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকেরা।

প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বলছেন, আগের চেয়ে ভালো আছেন অভিজিৎবাবু। চিকিৎসকেরা আমাদের নিয়মিত আপডেট দিচ্ছেন।

প্রসঙ্গত, গত ১৮ জুন হঠাৎ করেই বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি, পেট ব্যথা শুরু হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তাঁকে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক পরীক্ষা করা হয়। জানা যায় গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সেপসিসের গুরুতর রোগে আক্রান্ত তিনি। ফলে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে, দ্রুত তাঁকে দিল্লির এইমস-এ স্থানান্তরিত করা হয়। এয়ারলিফট- করে নিয়ে যাওয়া হয় তাঁকে।

দেখুন আরও খবর-

Read More

Latest News