Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যরেললাইন দিয়ে রাতের অন্ধকারে হাঁটছে হাতি, অল্পের জন্য রক্ষা

রেললাইন দিয়ে রাতের অন্ধকারে হাঁটছে হাতি, অল্পের জন্য রক্ষা

হাতিটিকে দেখে ট্রেনের গতি কমিয়ে দেন ট্রেনের চালক ও সহকারী চালক

Follow Us :

জলপাইগুড়ি: ফের ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল বুনো হাতি। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় বাগড়াকোট ও সেবক স্টেশনের মাঝে ধুবরী থেকে শিলিগুড়িগামী ডিইএমইউ ট্রেনের সামনে একটি হাতি চলে আসে। রেল লাইনের ওপর হাতিটিকে চলতে দেখে ট্রেনের গতি কমিয়ে দেন ট্রেনের চালক শংকর কুমার ও সহকারী চালক দীপক কুমার।

পরবর্তীতে ট্রেন টিকে তারা দাঁড় করিয়ে দেন। দেখা যায়, ৩১/৮-৯ পিলারের কাছে হাতিটি রেল লাইনের উপর দিয়ে হেটে যাচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর রেললাইন ছেড়ে হাতিটি ফের একবার জঙ্গলে ঢুকে যায়। তারপর ট্রেন নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন চালক ও সহকারী চালক।

আরও পড়ুন: বিউটি পার্লারে ভাংচুর, পুলিশের চাঠিচার্জ

এদিকে ফের হাতির হামলা ডুয়ার্সের চা বলয়ে। এবারে ডুয়ার্সের চা বাগান মালিক সংগঠনের দফতরে বুনো হাতির তাণ্ডব। ঘটনাটি ঘটেছে, রবিবার মধ্য রাতে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলদিবাড়ি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গিয়েছে, এদিন দলছুট হাতি তাণ্ডব চালায় চা বাগান মালিক সংগঠনের দফতরে।

স্থানীয় সূত্রের খবর, বানারহাট ব্লকের হলদিবাড়ি এলাকায় চা বাগান মালিক সংগঠন ডিবিআইটিএ দফতরের সীমানা প্রাচীরের গেট দুমড়ে-মুচড়ে দেয় বুনো হাতি। লাগাতার বেশ কিছুক্ষণ তাণ্ডব চালায় বাগানেও। ক্ষতিগ্রস্থ হয় তিন’টে সীমানা প্রাচীর। নষ্ট হয় কলা বাগানও। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ একটি দলছুট বুনো হাতি পার্শ্ববর্তী মোরাঘাট জঙ্গল ডিবিআইটিএ দফতরের গেট ভেঙে ভেতরে ঢুকে লাগাতার তাণ্ডব চালায়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বাগান। পরবর্তীতে এলাকার লোকজন চিৎকার করায় সেই হাতি চলে যায়।

আরও খবর দেখুন:

RELATED ARTICLES

Most Popular