কলকাতা: সিকিম সহ দার্জিলিংয়ের বিপর্যয় পরিস্থিতি নিয়ে জিটিএ প্রধান অনীত থাপার (GTA Chief Anit Thapar) সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) বৈঠক করেন। শুক্রবার নবান্নে সকাল ১১ টা থেকে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন জিটিএ প্রধান। তখনই মুখ্য সচিবের ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন জিটি এ প্রধান। প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই প্রাকৃতিক দুর্যোগকে কত ক্ষয়ক্ষতি হয়েছে কালিম্পং (Kalimpong ) সহ পাহাড়ের রাজ্য সরকারের তরফ তার পর্যালোচনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ফোন মারফত জিটিএ প্রধানকে আশ্বস্ত করলেন।
উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি খতিয়ে দেখতে পাহাড়ে বিশেষ দল পাঠানো হতে পারে। সিকিমকে কেন্দ্রীয় সরকার টাকা দিলেও কালিম্পংকে (Kalimpong ) কেন টাকা দেওয়া হবে না মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্নও রাখেন জিটিএ প্রধান। তিনি বলেন, আমরা তো ভারতের মধ্যেই। আমাদের এখান থেকেও বিজেপির সংসদ রয়েছে। তবুও আমাদের কেন টাকা দেবে না কেন্দ্র? প্রশ্ন তুললেন জিটিএ প্রধান।
আরও পড়ুন: ধরনা চলবে রাজ্যপাল দেখা না করা পর্যন্ত, ঘোষণা অভিষেকের
তিস্তার গ্রাসে অন্তত ৩০০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে কালিম্পং জেলায়। প্রাথমিকভাবে এমনই রিপোর্ট উঠে এসেছে। বিডিওরা জেলার সব প্রান্ত পরিদর্শন করে এলে ক্ষয়ক্ষতির পরিমান পরিষ্কার হবে। বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নং জাতীয় সড়কের একাধিক জায়গা ধসের কবলে। আপাতত বিপদসীমার নীচ দিয়েই বইছে নদী। পাহাড় জুড়ে জল কিছুটা কমতেই বেরিয়ে আসতে শুরু করেছে ধ্বংসলীলার ছবি। কাদায় বসে গিয়েছে দোকান, বাড়ি। কোথাও নদীতে অর্ধেক ডুবে গিয়েছে তিনতলা বাড়ি। জল নামতেই দেখা গিয়েছে সেনাবাহিনীর সারি সারি ট্রাক। তিস্তার অববাহিকা এবং উত্তরবঙ্গের সমতলের একাংশ জুড়ে বৃহস্পতিবার দিনভর সেনা জওয়ানের ও সাধারণ মানুষের মৃতদেহ উদ্ধার হয়েছে।
এই পরিস্থিতিতে সিকিম (Sikkim) থেকে শিলিগুড়ি ফেরার আরও একটি রাস্তা খুলল প্রশাসন। শিলিগুড়ি যাওয়ার সোজা পথ এই মুহূর্তে বন্ধ। বৃহস্পতিবার ডুয়ার্সের ওদলাবাড়ি হয়ে গরুবাথান দিয়ে লাভা হয়ে গ্যাংটক যাওয়ার একমাত্র খোলা পথ দিয়ে ঘুরে প্রায় ৪-৫ ঘন্টা অতিরিক্ত সময় ব্যয় করে শিলিগুড়িতে পৌছানো যাচ্ছে। শুক্রবার আরও একটি রাস্তা খুলে গেল। ধস সরিয়ে রংপো থেকে সিংতামের দিকে রাস্তা খুলে গিয়েছে। ফলে আপাতত দুটি রাস্তা খুলল। এরই মধ্য়ে শুক্রবার থেকে শিলিগুড়িতে দুটি জায়গায় হেল্পডেস্ক চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এনজেপি স্টেশন এবং তেনজিং নোরগে বাস টার্মিনাসে দুটি হেল্পডেস্ক চালু হয়েছে।
আরও অন্য খবর দেখুন