কলকাতা: ‘ভুলভুলাইয়া ৩’র সাফল্যের মাঝেই নতুন খবর দিলেন কার্তিক আরিয়ান। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। ‘ভুলভুলাইয়া ৩'(Bhool Bhulaiyaa 3) র সাফল্যের পরই বারাণসীতে গিয়ে গঙ্গা আরতি করলেন কার্তিক। সেখানকার মন্দিরে পুজোও দিয়েছেন কার্তিক আরিয়ান। যেখানে দেখা গেল,কার্তিককে দেখে অনুরাগীদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না। ভিড়ের মধ্যে থেকে শুধুই কার্তিক-কার্তিক চিৎকার! ঠিক তখনই ভিড় থেকে উড়ে এল প্রশ্ন- “বিয়েটা কবে করছেন?” শোনা মাত্রই লজ্জায় রাঙা কার্তিক। হেসে উপরের দিকে ইশারা করে বললেন, “ঈশ্বরই জানেন।”
View this post on Instagram
হাতের যে মুদ্রা তিনি দেখালেন, তাতে স্পষ্ট বিয়ের পিঁড়িতে বসার জন্য আরেকটু সময় চাই কার্তিকের। পুজো দেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে জমিয়ে ফুটপাতে চাট খেতে দেখা গেল কার্তিককে। পাশাপাশি লস্যির সেই স্বাদ উপভোগ করলেন। অভিনেতাকে দেখে সেখানেও ভিড়।
View this post on Instagram
অন্য খবর দেখুন