Placeholder canvas
HomeScrollকার্তিক পুজোয় বাঁশবেড়িয়া জুড়ে চলছে নজরদারি

কার্তিক পুজোয় বাঁশবেড়িয়া জুড়ে চলছে নজরদারি

কার্তিক পুজো সেজে উঠছে গোটা বাঁশবেড়িয়া

Follow Us :

বাঁশবেড়িয়া : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো ও কালীপুজো হয়ে গিয়েছে। এবার সামনে জগদ্ধাত্রী ও কার্তিক পুজো (Kartik Puja 2023)। বাঁশবেড়িয়ার কার্তিক পুজোও (Bansberia Kartik Puja) খুবই জনপ্রিয়। দুর্গাপুজোয় থিমের ছোঁয়া লেগে বেশ কয়েক বছর হল। দুর্গাপুজোর মতোই থিমের ছোঁয়াও রয়েছে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোতেও। থিমের বাহার, সঙ্গে আলোক সজ্জা তাক লাগিয়ে দেয় দর্শনার্থীদের। কার্তিক পুজোকে কেন্দ্র করে কার্যত বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠে বাঁশবেড়িয়াবাসী। কার্তিক পুজোর পাশাপাশি ৩৩ কোটি দেব দেবীর আরাধনা করা হয়।

গঙ্গা তীরবর্তী এলাকা ছোট্ট শহর বাঁশবেড়িয়া। সাহাগঞ্জ ও বাঁশবেড়িয়া এলাকার কার্তিক পুজোর সুনাম রয়েছে জেলা জুড়ে। প্রতিবছর বাংলা কার্তিক মাসের সংক্রান্তিতে এই কার্তিক পুজোর আয়োজন করা হয়। এখানে ১৭ তারিখ পুজো শুরু হবে। ঠাকুর থাকবে তিনদিন।এরপর শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন হবে। বাঁশবেড়িয়ায় বিভিন্ন রূপে কার্তিক পুজো হয়। কার্তিক পুজোর পাশাপাশি ৩৩ কোটি দেব দেবীর আরাধনা করা হয় । বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো সেজে উঠছে গোটা শহরে একে অপরকে টেক্কা দিতে চলছে প্রতিযোগিতা।

আরও পড়ুন: ধেয়ে আসছে মিধিলি, পাকা ধানের ক্ষতির আশঙ্কায় চাষীরা

বাঁশবেড়িয়া পুরসভার এলাকায় পুজোর তিন দিন সকাল থেকে রাত ১১টা পর্যন্ত পানীয় জল এবং বিসর্জনের দিন ভোর চারটে পর্যন্ত জল থাকবে। প্রস্তুত কার হয়েছে বিভিন্ন জায়গায় জলের গাড়ি, থাকছে বায়ো ট্রয়লেট। বাঁশবেড়িয়া পুরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ৭২ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে এছাড়া পাশাপাশি চুঁচুড়া থানা ও মগরা থানার পক্ষ থেকেও সিসি ক্যামেরা বসানো হয়েছে। ড্রোনের মাধ্যে নজরদারি চালাবে প্রশাসন। বিভিন্ন জায়গায় থাকছে মেডিক্যাল টিম এছাড়া পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির আওতায় রয়েছে মোট ৬৬ টি পুজো কমিটি। এছাড়া ছোট বড় মিলিয়ে প্রায় ২০০ টির বেশি পুজো হয় এখানে। পুজোর কদিন মোট ২৫০০ পুলিশ থাকছে, দুপুর থেকে ভোর পর্যন্ত থাকছে নো এন্ট্রি বিশেষ করে অটো টোটো সহ ছোট চার চাকা গাড়ি প্রবেশ নিষেধ। এছাড়া থাকবে আসাম রোড সহ বিভিন্ন রাস্তা ,স্টেশন ও গঙ্গা বক্ষেও থাকছে কড়া নজরদারি।

আরও অন্য খবর দেখুন

Eden Gardens | ইডেনকে বয়কেট করলেন জয় শাহরা?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments