কলকাতা: আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) সিভিক ভলান্টিয়ার। সেই ঘটনায় কলকাতা পুলিশ দ্রুততার সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের অধীনে সব থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে এবার রিপোর্ট চাওয়া হল। তাতে জানতে চাওয়া হয়েছে, তাঁদের অতীতে কোনও অপরাধের নজির রয়েছে কি না। তাঁদের চরিত্র কেমন। তাঁরা কোনও নেশা করেন কি না। কাজের মূল্যায়ন ও পরিচয়পত্রের যাবতীয় প্রতিলিপি জানতে চাওয়া হয়েছে। তাঁদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও জানাতে বলা হয়েছে। একইসঙ্গে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করতে গিয়ে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠেছে কি না জানতে চাওয়া হয়েছে তাও।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে অস্বস্তিতে কলকাতা পুলিশ। যেভাবে ক্ষোভ রাস্তায় নেমে এসেছে স্বাভাবিকভাবেই তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সিভিক ভলান্টিয়ারদের কয়েকজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। মনে করা হচ্ছে তাতেই এবিষয়ে আরও সচেতন হচ্ছে পুলিশ। লালবাজার সূত্রে এই খবর পাওয়া গেলেও সিভিক ভলান্টিয়ারদের বিষয়ে এই রিপোর্ট চাওয়া নিয়ে কলকাতা পুলিশের তরফে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: বিজেপিতে যোগ দেবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী?
আরও খবর দেখুন