কলকাতা: বকেয়ার দাবি নিয়ে ফের দিল্লি যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। তিনি বলেন, রাজ্যের দাবি নিয়ে আমি ১৮, ১৯, ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। সোমবার জলপাইগুড়ির বানারহাটে (Banarhat) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই কেন্দ্রীয় সরকার বেশি দিন থাকলে দেশের মানুষের অধিকার বলে কিছু থাকবে না। ৭ হাজার কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্র। দিল্লি সব টাকা কেটে নিয়ে চলে যায়। শুধু মিথ্যে কথা বলে বিজেপি।
এদিন তিনি ওই অনুষ্ঠানে জলপাইগুড়ির জন্য রাজ্য সরকার যা উন্নয়ন করেছে তা বলেন। তিনি জানান, রাজবংশী কালচার তৈরি করা হচ্ছে। জলস্ব্প্ন প্রকল্পে ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। ধূপগুড়িকে মহকুমা তৈরি করে দেওয়া হয়েছে। গজলডোবায় ভোরের আলো তৈরি করা হয়েছে। এই জেলায় পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয় তৈরি হয়েছে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তৈরি করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে আবার দুয়ারে সরকার হবে। ভোটের পর কেন্দ্র আর রেশন দেবে না। এখন বলছে বিনামূল্যে রেশন দিচ্ছে। আমরা এখনও বিনামূল্যে রেশন দিচ্ছি। বিজেপি কোনও প্রতিশ্রুতি রাখে না। টাকার বিনিময় ভোট কেনার ব্যবস্থা করে বিজেপি।
আরও পড়ুন: দুবছরে ১৩ কোটি ভক্ত সমাগম কাশী বিশ্বনাথ ধামে
আরও খবর দেখুন