নয়াদিল্লি : বাংলাদেশ (Bangladesh) বিতর্কের মধ্যে রাজ্য সফরে আর এস এস প্রধান মোহন ভগবত (Mohan Bhagwat) । জানুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে আসার কথা আরএসএস প্রধানের (RSS)। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তাঁর রাজ্যে আসা অবশ্যই তাৎপর্যপূর্ণ।
সংঘের বিভিন্ন শাখা কতটা সফল এই ইস্যুতে এই রাজ্যের আন্দোলনে, সেই সমস্ত বিষয়ে একটি রিভিউ বৈঠক করবেন বলে জানা গেছে। সেই সঙ্গে নিজেদের সাংগঠনিক বৈঠকে ভাষণ দেবেন ভাগবত। রাজ্যে বিজেপির কোনও কোনও নেতা তাঁর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।
আরও পড়ুন: ডিসেম্বরেও নামছে না পারদ! ভয়ঙ্কর কিছু ঘটবে? আশঙ্কা IMD-র
জানা গেছে, আরএসএস মনে করছে বাংলাদেশের হিন্দুরা সেই দেশ না ছেড়ে যে লড়াই করছে তা খুব উল্লেখযোগ্য। এই বিষয়টি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ কোনও এক সম্প্রদায়ের নয়। সেখানে হিন্দুদের অবদান আছে। আরএসএসের বিশ্বাস, মেরুকরণের রাজনীতিতে বাংলাদেশ তাদের সাহায্য করবে।
দেখুন অন্য খবর: