নয়াদিল্লি: লোকসভার অধ্যক্ষের চেয়ারে বসে সংসদ চালনা করলেন অযোধ্যার সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ অবধেশ প্রসাদ (Awadhesh Prasad)। সংসদ চলাকালীনই জন্মদিন থাকায় সব সাংসদদের কাছে থেকে শুভেচ্ছাবার্তা পান তিনি। রামমন্দির তৈরির পরেও যে অযোধ্যায় এবার বিজেপি হেরে গিয়েছে। তখন থেকেই শিরোনামে আসেন অবধেশ। সংসদে অবধেশের বক্তৃতা ও অধ্যক্ষের চেয়ারে বসার ভিডিও ভাইরাল হয়েছে।
সংসদে বক্তৃতায় তাঁকে বলতে শোনা যায় আমাকে হারানোর জন্য খুব চেষ্টা হয়েছিল। কিন্তু, ভগবান রামের কৃপা আমার উপর ছিল। বাজেট নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি। এই সাংসদ বলেন, বাজেটে অযোধ্যার নাম নেই। সাধারণত নিয়ম অনুযায়ী, লোকসভার অধ্যক্ষ সংসদে অনুপস্থিত থাকলে তাঁর মনোনীত প্যানেলের থেকে কোনও একজন অধ্যক্ষের চেয়ারের দায়িত্ব সামলান। সেরকমভাবেই অবধেশ প্রসাদ ওই দায়িত্ব সামলান।
আরও পড়ুন: ৭০ বছর বয়সে দায়িত্ব ছাড়বেন, জানালেন গৌতম আদানি
আরও খবর দেখুন