skip to content
Sunday, February 9, 2025
HomeJust Inআইফোনে এবার থেকে অ্যান্ড্রয়েডের মতো দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
New Feature for I Phone User

আইফোনে এবার থেকে অ্যান্ড্রয়েডের মতো দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সনে নতুন ফিচার

Follow Us :

ওয়েব ডেস্ক: আইফোনের (IPhone) দাম অন্য ফোনের তুলনায় সাধারণত বেশি। মূলত চাকরিজীবী, ব্যবসায়ীরা এই ফোন ব্যবহার করেন। একটির বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (Multiople Whatsapp Account) ব্যবহার করা যেত না। সেটি কর্মক্ষেত্রে বিজনেস অ্যাকাউন্ট হত। ফলে সেটি তাঁর ব্যক্তিগত থাকত না। ফলে এবার দুটি হোয়াটসঅ্যাপ নম্বর থাকার সুবিধা পাবেন তাঁরা। ফলে আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানে নতুন ফিচার আসতে চলেছে। অ্যান্ড্রয়েড ডিভাইসে এই সুবিধা আছে। সুইচ অ্যাকাউন্ট অপশনের মাধ্যমে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটিই অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যায়। সেই সুবিধা আসতে চলেছে এবার  আইওএস ভার্সনে।

অনেক ব্যবহারকারী কর্মক্ষেত্রে একটি ফোন নম্বর ব্যবহার করেন। ব্যক্তিগতকাজে ব্যবহারের জন্য থাকে আরেকটি নম্বর। নতুন ফিচার চালু হলে আইফোন ব্যবহারকারীরা একটি ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন। একটি পেশাদার কাজে অন্যটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার  WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। এই ফিচার আইওএস ব্যবহারকারীদের জন্য কবে চালু হবে তা নির্দিষ্ট করে জানা যায়নি। এদিকে ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ে নেবে CIA! কী বললেন জুকারবার্গ

দেখুন অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular