Sunday, June 30, 2024

HomeBig newsবুথফেরত সমীক্ষা ভুল, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না
Lok Sabha Election 2024

বুথফেরত সমীক্ষা ভুল, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না

Follow Us :

কলকাতা: চারশো পারের স্বপ্ন অধরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত লোকসভা ভোটের পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যায়নি। রাত আটটা পর্যন্ত যা ট্রেন্ড, তাতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। ইন্ডিয়া জোট (India Alliance) পেয়েছে ২৩২ আসন। বিজেপি এককভাবে পেয়েছে ২৪১টি। কংগ্রেস একা পেয়েছে ৯৯টি, গত লোকসভা ভোটের তুলনায় প্রায় দ্বিগুণ। এখন পর্যন্ত যা পরিস্থিতি, সেখানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তাদের অন্য শরিকদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে তারা এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। সেক্ষেত্রে এই ফলাফল বিজেপির কাছে একটা বড় ধাক্কা।

বাংলাতেও বিজেপির হাল খুবই খারাপ। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বঙ্গ বিজেপিকে ৩৫ আসনের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। পরে তা কখনও ২৫, কখনও ৩০-এ নেমে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শাহরা প্রচারে এসে স্লোগান তুলতেন, অব কি বার, চারশো পার। সেই স্লোগানে জনতা গলা মেলাত। নেতারা আরও বলতেন, বাংলায় বিজেপি ৩০ আসন পেলেই মোদিজি চারশো পার করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন। বাংলায় বিজেপি পেয়েছে ১২টি আসন। তৃণমূল পেয়েছে ২৯টি, বামেরা এবারও শূন্য। কংগ্রেস পেয়েছে একটি।

আরও পড়ুন: বিজেপি পগারপার, মোদি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, পদত্যাগ করা উচিত

প্রচারে নেমে মোদিরা বিরোধী ইন্ডিয়া জোটকেও কড়া আক্রমণ শানিয়েছিলেন। বিশেষ করে মোদিদের লক্ষ্য ছিল কংগ্রেস। তাঁদের অভিযোগ ছিল, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ওবিসি সংরক্ষণ তুলে তা সংখ্যালঘুদের মধ্যে বিলিয়ে দেবে। এক কথায় তাঁরা ধর্মীয় মেরুকরণের তাস খেলেছিলেন। পক্ষান্তরে বিরোধীদের প্রচারে ছিল বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান, কৃষকদের দুরবস্থার মতো বিষয়গুলি।

এবারের ফলাফল বলছে, উত্তরপ্রদেশের যোগীরাজ্যে বিজেপি বড় ধাক্কা খেয়েছে। সব চেয়ে বেশি লোকসভার আসনের (৮০) ওই রাজ্যে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট (৪৩) বিজেপির (৩৬) থেকে বেশি আসন পেয়েছে। দক্ষিণের রাজ্যগুলিতেও বিজেপি আশানুরূপ ফল হয়নি। মহারাষ্ট্রে এনডিএ পেয়েছে ১৭, ইন্ডিয়া জোট ৩০ আসন। সব মিলিয়ে রাজ্যে রাজ্যে বিজেপির ফল ভালো হয়নি।

অথচ মোদি-শাহরা বারবার দাবি করে এসেছেন, বিজেপি একাই পাবে ৩৭০ আসন। এনডিএ চারশো পেরিয়ে যাবে। বিরোধীরা পাল্টা দাবি করছিলেন, বিজেপি এবার দুশো পার করতে পারবে না। এবার প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষা এনডিএ জোটকেই বেশি আসন দিয়েছে। বিরোধীরা সেই সমীক্ষার ফল মানতে রাজি ছিল না। তারা বলে, এটা বিজেপির তৈরি করা সমীক্ষা। মঙ্গলবার ফলাফলে দেখা গেল, বুথফেরত সমীক্ষার ফল পুরো ভুল প্রমাণিত হয়েছে। এনডিএর ফল সেই সমীক্ষার থেকে অনেক কম হয়েছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
মিড ডে মিলের চাল পাচার অভিযোগ তৃণমূলের এই নেতার বিরুদ্ধে
12:06:06
Video thumbnail
Virat Kohli | India vs South Africa Final 2024 | বিরাট ঘোষণা, শেষ টি ২০ বিশ্বকাপ খেললেন বিরাট কোহলি
09:14:13
Video thumbnail
জেল থেকে হুমকি ব্যবসায়ীকে, কী করে সম্ভব ?
12:00:02
Video thumbnail
Indian Railway | খড়গপুর ডিভিশনে দু'শোর বেশি ট্রেন বাতিল, কবে থেকে?
02:48:06
Video thumbnail
Rahul Gandhi | Hemant Soren | জামিনের পর হেমন্ত সোরেন কে ফোন রাহুল গান্ধীর, কী কথা হলো?
01:36:36
Video thumbnail
India vs South Africa Final 2024 | টি২০ বিশ্বকাপ জিতে কী করল টিম ইন্ডিয়া? দেখুন আনন্দের ভিডিও
00:00
Video thumbnail
India vs South Africa Final 2024 | সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন, বিশ্বকাপের ইতিহাসে নয়া রেকর্ড ভারতের
00:00
Video thumbnail
India vs South Africa Final 2024 | বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
12:32
Video thumbnail
India vs South Africa Final 2024 | বিশ্বকাপ জিতে বার্বাডোজে ইন্ডিয়ান ফ্ল্যাগ পুঁতলেন রোহিত
00:00
Video thumbnail
IND vs SA Final | ভারত বিশ্ব চ্যাম্পিয়ন কাঁদছে, রোহিত-বিরাট চোখে দল দ্রাবিড়ের
00:00