নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বলেন, একটি রাজ্য সরকার দ্বারা সমর্থিত “আমাদের ট্যাক্স, আমাদের অর্থ” লাইনে প্রচারাভিযান দেশকে ভেঙে ফেলার জন্য একটি নতুন আখ্যান। একটি জাতীয় দলের কাছ থেকে এমন চিন্তাভাবনা দেখে বেদনাদায়ক বলে সংসদে জানান প্রধানমন্ত্রী।
কয়েক দিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভায় বলেন, কংগ্রেস ৪০টা আসন পাবে কি না, তা নিয়েই আমার সন্দেহ রয়েছে। আমরা কংগ্রেসকে বলেছিলাম, আপনারা দেশে ৩০০ আসনে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করুন। বাকি
অন্যদিকে, আসনগুলিতে আঞ্চলিক দলগুলিকে ছেড়ে দাও। সেখানে তোমরা হাত বাড়িও না। ওরা বাংলায় অনেক বেশি আসন চাইছে। ওদের কোনও বিধায়ক নেই। আমরা ওদের মালদহের দুটি আসন ছেড়ে দেব বলেছিলাম। এমনও বলি, আমরাই তোমাদের জিতিয়ে দেব। তা না, ওদের আরও চাই। মমতা বলেন, বাংলায় আমরা একাই লড়ব। বিজেপিকে হারাতে এখানে তৃণমূলই যথেষ্ট।
বুধবার মমতার সেই ভাষণের উল্লেখ করেই মোদি কংগ্রেসকে খোঁচা দেন। তিনি বলেন, যে কংগ্রেস লোকতন্ত্রের গলা টিপে ধরেছিল, কাগজের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল, তাদের গলায় লোকতন্ত্রের কথা মানায় না। তাঁর অভিযোগ, কংগ্রেস আজ দেশকে উত্তর এবং দক্ষিণে ভাঙার চেষ্টা করে চলেছে। আপনাদের ভাবনাচিন্তা পুরনো হয়ে গিয়েছে। কংগ্রেসের পতন দেখে আমার কষ্ট হয়। আপনারা আমার গলার আওয়াজ বন্ধ করতে পারবেন না। দেশের মানুষ আমাকে শক্তি দিয়েছে।